আমাদের কথা খুঁজে নিন

   

রাজা অষ্টম হেনরি

রাজা অষ্টম হেনরির ঘটনা ব্রিটিশ রাজপরিবারের কেলেঙ্কারির পুরনো ইতিহাসের সাক্ষ্য হয়ে আছে। এ কালের রাজা-রানী বা রাজপুত্রদের উদাহরণ টেনে নিজেদের দোষ আড়াল করতে চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। রাজপরিবারে কেলেঙ্কারি থাকবেই। ঘটনা রাজা অষ্টম হেনরির আমলের। আর তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার ছয় স্ত্রীর কারণে! হেনরির প্রথম স্ত্রী ছিলেন ক্যাথরিন।

১৫০৯ সালে তাকে বিয়ের ২৪ বছর পর তালাক দেন হেনরি। মজার ব্যাপার হলো, ক্যাথরিন ছিলেন হেনরির ভাই আর্থারের বিধবা স্ত্রী। ওই বছরই হেনরি অন্তঃসত্ত্বা নারী অ্যানি বোলিনকে বিয়ে করেন। এ দম্পতির ঘরেই জন্ম হয় এলিজাবেথের। ১৫৩৬ সালের ১৯ মে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র ও আদেশ অমান্যের অভিযোগে অ্যানির মুণ্ডুপাত করা হয়।

ওই মাস শেষের আগেই হেনরি জেন সেইমোরকে বিয়ে করেন। অ্যাডওয়ার্ডের জন্মের বছরখানেকের মধ্যেই জেনের মৃত্যু ঘটে। এরপর হেনরি জার্মান প্রিন্সেস অ্যান অব ক্লেভসের পোট্রেট দেখে তার প্রেমে পড়ে যান। ১৫৪০ সালে তার সঙ্গে হেনরির বিয়ে হয়। তবে সেটি খুব বেশি দিন টিকেনি।

১৫৪০ সালের জুলাইয়ে হেনরি অ্যানি বালিনের কাজিন ক্যাথরিন হাওয়ার্ডকে বিয়ে করেন। এ বিয়েও বেশি দিন টিকল না। এ বিয়ে বেশি দিন না টেকার কারণ হিসেবেও দায়ী করা হয় একাধিক নারীর প্রতি তার আকর্ষণকে। যদিও সূত্র ধরে তাকেও অ্যানি বালিনের মতো অভিযুক্ত করে মুণ্ডুপাতের মাধ্যমে হত্যা করা হয়। পরের বছর ১৫৪১ সালে ক্যাথরিন হেনরির ষষ্ঠ স্ত্রী হলেন।

তিনিই ১৫৪৭ সালে হেনরির মৃত্যু পর্যন্ত তার স্ত্রী ছিলেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.