আমাদের কথা খুঁজে নিন

   

ডুবে ডুবে জ্বল খাওয়া (বর্তমানে ভেসে আছি)

কপিরাইট সাকিব ২০০৬-২০০৯: সামহোয়্যার ইন ব্লগ, সর্বস্বত্ত সংরক্ষিত

প্রেমে মরা জ্বলে ডুবে না। আমি জানি না। তবে একটা কথা বলতে পারি বাংলা ব্লগে এসে এত মানুষের ভালোবাসা পেয়েছি যা হয়তো এই ব্লগ এর সৃষ্টি না হলে কখনো পেতাম না। তবে সত্যি আমি খুব লাকি। একটা সময় তো ব্লগে দৌড়ের উপরে থাকতাম।

মাঝে মাঝে ছিল্লা-কাইট্টা কাঁচা মরিচ লাগাইয়া দিতো। এখন আমি দৌড়ানি দেই সবার সাথে একটু মজা করার জন্যে এই পোস্ট। তবে কেউ পিত্দজ মাইন্ড খাইয়েন না। তাহলে দিলে দুক পামু। দিল তো পাগল হে....... [গাঢ়]ঝড়ো হাওয়া,[/গাঢ়] যাকে আমি ভাবতাম ছেলে।

কিন্তু ঐ হাসান ভাই কইলো ঝড়ো হাওয়া মেয়ে। কত যে চেষ্টা করছিলো তার আইডি মেনেজ করার। পরে অবশ্য আমিও মাঝে মাঝে ডুব দিছি। পরে ভাসে উঠছি। [গাঢ়]সাদিক ভাইয়া, [/গাঢ়] উনারে আমি দুই চোখে দেখতে পারতাম না।

তবে এখন আর কমু না। উনারে নিয়া তো একটা পোস্ট দিবু ...সব তাহলে এখানেই শেষ। কাহিনী জটিল বাট কেরফা নাইক্কা। [গাঢ়]অ্যালন, [/গাঢ়] অনেক পছন্দের একজন মানুষ। চ্যাটিং এর অনেক সময় তার সাথে কাটিয়েছি।

তাই মায়াও বেশী তার প্রতি......কিন্তু..........এখনো দেখা হয় নাই। [গাঢ়]ধানসিঁড়ি, [/গাঢ়] কঠিন পাবলিক। একটু ভাবের কথা কমু তা না। উনার নেট লাইন হইলো ফায়ার ওয়াল। তাই বেশী একটা সুবিধা করতে পারি নাই।

উনারে আবার কুত্তায় কামরাইছে। এখনো বলে নাভিতে সুরসুরি উঠে। শুনছেন নি। আমি তো ভয় পাইছি। ভালোবাসার খেতা পুরি... [গাঢ়]কাশফুল, [/গাঢ়] ছেলে নাকি মেয়ে এখনো বলতে পারি না।

তবে সাবধান কেউ নজর দিয়েন না। আমার ট্রাগের্টে উনি আছেন। একবার ভাব জমাইতে পারলেই কেল্লাফতে। [গাঢ়]কালপুরুষ, [/গাঢ়] ঐ দিন কালপুরুষের সাথে প্রেম করছি। পরে যখন রাতে ঘুমাতে গেলাম, হঠাৎ ঘুম ভাঙ্গলো দেখলাম মাটিতে পরে আছি।

পরক্ষনে বুঝতে পারলাম খাট থেকে গইর দিয়া মাটিতে পরছি। কালপুরুষ আমারে থাপ্পড় দিচ্ছে। (আদর কইরা-স্বপনে) [গাঢ়]আস্তমেয়ে, [/গাঢ়] উনার কথা মনে পরলে দিন আর রাতের পার্থক্য বুঝি না। খাওয়া-দাওয়া কিছু করতে পারি না। খালি ঐ দিন আস্ত.....একটা মুরগী ঐ দিন খাইয়া ফেলছি।

খুব কম খাইতে পারি। কেডা জানি আস্তরে কইছে আস্ত বলে বস্তা......হেরে পাইলে খরব আছে। মনে লয় চুর কইছে। আস্ত আমার দিকে একটু তাকাইতো। অস্ট্রেলিয়া আসতাছি।

[গাঢ়]আরাফাত ভাইয়া, [/গাঢ়] সোনামনি যাদু মনি আলাফাত পিচকা। সবসময় দৌড়ের উপর রাখছি। কাছে বিঢ়তে দেই না। পোলা বিয়া করবো। তাই ধারে যাই না।

[গাঢ়]সুনীল সমুদ্র, [/গাঢ়] কঠিন পাবলিক। তার এক লেখা পড়ে আমার চোখে পানি এসেছিলো। কিন্তু কেউকে বলি নাই। নিজের ভিতরে রাখছি। আর মনে মনে তার কথাও ভাবি।

[গাঢ়]ধুসর গোধুলী, [/গাঢ়] সামপ্রতিক সময়ে যার প্রেমে আমি হাবুডুবু খাইতাছি। তবে এখনো প্রকাশ করতে পারি নাই। সবাই দোয়া করেন। যেন বলতে পারি। [গাঢ়]চোর ভাইয়া, [/গাঢ়] চুর....!!! একখান মাঞ্জা পাবলিক।

গনজিকা, বিড়ি, তারি, হুক্কা, কলকী সব কিছুই উনার কাছে পানি। মাঝে মাঝে আমিও দুই একটা টান দেই। (মনে মনে তওবা করছি.....শুধু আনন্দ দিতে গিয়া মাঝে মাঝে সব খাই) [গাঢ়]সালেহ ভাইয়া, [/গাঢ়] নতুন পাবলিক। এখনো সিডিউল দিয়া ডেটিং এ যাইতে পারি নাই। তয় জ্বলদি যাবো।

আমিন !!! [গাঢ়]শাওন পিচকা, [/গাঢ়] এই পোলাডা নষ্ট হইয়া গেছে। ভালো করতে অনেক ইউরো লাগবো। আমি ভালোবাসা দিছি অনেক কাজ হয় নাই। নারীদের ভালোবাসা চায়। হেয় নাকি ছায়াকন্যার লগে প্রেম করে (সুত্র-এই আমি মীরা) মীরার লালবাতি জ্বলছে।

[গাঢ়]সাদিয়া আপু, [/গাঢ়] বর্তমান ভাব জমানোর চেষ্টা করছি। সবাই কইলজ্বার ভিতর থেকে আমিন বলেন একবার। [গাঢ়]সাজিয়া আপু, [/গাঢ়] প্রতিদিন এশবার কথা হবেই। আর আমি প্রতিদিন কানমলা খাই। উনি দেয়।

বড় তো কিছু কইতে পারি না। নাইলে ট্যাঙ্গি-টু্িঙ্গ ভাইয়া ফেলাইতাম। [গাঢ়]জুয়ের ভাইয়া, [/গাঢ়] উনার সাথে প্রেম করতে গেছিলাম সুদুর চট্রগাম। 2 ঘন্টা প্রেম করছি। শেষে একটা গিফট পাইছ।

তবে ইদানিং আমারে পাত্তাও দেয় না। নতুন পাবলিক পাইছে মনে লয়। [গাঢ়]ঝড়াপাতা, [/গাঢ়] কবিতা দিয়া পাবলিক এর মন জয় করে। তবে আমারটা পারে নাই। উনার একটা পোস্ট পরছিলাম।

ঐ পোস্ট পরে আমার দিল ভাইঙ্গা শেষ। মনে মনে গান গাই''ফাইটা যায় কইলজ্বা ফাইটা যায়'' [গাঢ়]হাসিন ভাইয়া, [/গাঢ়] কথা হইছে অনেক কম। কিন্তু আমি অনেক লাকি। অনেক সময় কথা বলছি উনার সাথে। [গাঢ়]ইমরান ভাইয়া, [/গাঢ়] ভাবছিলাম উনারে নিয়া দুই চারটা পল্টি মারুম।

তার চান্স পাইলাম কই। তার আগেই আমারে মাইর দিছে। এখনোও শরীর ব্যথা করে। [গাঢ়]শেহজাদী, [/গাঢ়] এখনো চিনি না। মন-দিল অনেক ভালো মনে হচ্ছে।

মনে ধরছে উনারে। কালপুরুষ ভাই হিংসা হয় নাকি? [গাঢ়]কৌশিক ভাইয়া, [/গাঢ়] উনি বুক করা আছেন। তাই বেশী একটা সুবিধা করতে পারি নাই। তবে সুযোগের অপেক্ষায় আছি একটা কেচকি মাইর দিমু। [গাঢ়]ত্রিভুজ ভাইয়া, [/গাঢ়] 25 ঘন্টা ব্যস্থ থাকে।

তবে যেই টুকু সময় পাই। ভালোই টাংঙ্কি মারি। একবার উনার সাথে ডেটিং এ যাবার অফার পাইছি। ....মর জনতা কি বলেন। যামু নাকি? ভয় লাগে তো পরে যদি আমারে সফটওয়ার বানাইয়া দেয়।

[গাঢ়]সারিয়া আন্টি, [/গাঢ়] ফ্রি থাকলে হাত-পা তুইলেন। চান্স তো দেন না। নাইলে প্রাপ্তির মত কান্দে উঠে বসে থাকতাম। তয় একবার উঠলে দিলে সমস্যা হইবো। [গাঢ়]ওয়ালী ভাইয়া, [/গাঢ়] উনার সাথে ব্লগ এর শুরু থেকে পরিচয় হওয়ার খুব ইচ্ছা।

কিন্তু মেইল আইডি খুজে পাই নাই। [গাঢ়]জি্বনের বাদশা, [/গাঢ়] বাদশা ভাই মোরে পরী ধরছে। বাচাও বাচাও বাচও। আপনি পরীর লগে টাঙ্কি মাইরা আমারে বাচাঁন। [গাঢ়]তেলাপোকা, [/গাঢ়] আমি তেলাপোকা একদম লাইক করি না।

তবে ব্লগের তেলাপোকার সাথে ব্লগে মাঝে মাঝে .....চলে। কইতে পারুম না....লইজ্জা লাগে তো। [গাঢ়]অরুপ ভাইয়া, [/গাঢ়] দিলডা কঠিন। পাথরের মত। আগে এমুন সব শক্ত কথা লিখতো।

মনে হইতো শইলডা কাইডা মরিচ লাগাইলেও এমুন জ্বলবো না। তয় এখন ভালা লাগে। অনেক আদর কনরা শরীর কাইড্ডা ছানা মিষ্টি লাগাইয়া দেয়। কষ্ট হয় না। [গাঢ়]নাহিদ ভাইয়া, [/গাঢ়] কথায় খালি প্যাচ মারে।

মিয়া একটু প্রেম করুম তাও যদি একটু সত্যি কথা বলা লাগে তাহলে কি চলে রে ভাই.... [গাঢ়]মুসাফীর ভাইয়া[/গাঢ়] ভাই আপনার একটা মন্তব্য পরে আমি শেষ। আর আপনারে যে কেমনে ভুলে গেলাম....ঐ পায়ে ধরছি, গাব গাছে ধরচি, কাডোল গাছে ধরছি। আর ভুলবো না। [গাঢ়]শাহনা আপু, [/গাঢ়] উনার প্রেমে পড়ি নাই। উনার বিড়াল গুলোর প্রেমে পড়ছি।

মনে হয় একটা থাপ্পড় বরাদ্দ করলাম। আপু আমারে মারলে কিন্তু ভ্যাট দিতে হইবো 15%। [গাঢ়]আড্ডাবাজ ভাইয়া, [/গাঢ়] বই পড়ি না। মাঝে মাঝে উনার ব্লগ পরি। সাধারন জ্ঞান বাড়ে।

হো: হো: হো: । আমি এখন ক্লালাস টুতে পড়ি। আন্নে..... [গাঢ়]খুশবু আপু, [/গাঢ়] খুশবু আমার পিচকা এই আমির মত আরেক বোন। পড়াশোনা করে না। খালি ফাকি দেয়।

তবে অনেক ভালো। মনে শুধু কষ্ট মনে হয়। কষ্ট গুলো দুর করতে চাই না। পরে আবার আমিই আরো কষ্ট দিয়ে ফেলবো। [গাঢ়]এই মীরা আমি আপু, [/গাঢ়] আমার ছোট বোনের মিতা।

তারপ্রতি আমার একটা স্নেহ আছে। তবে উনারা অনেক ব্যস্থ থাকে। আমার লেখা পড়ার সময় কোথায়? তাই না..... [গাঢ়]রিনয়, [/গাঢ়] ভবিষ্যতে আর গাছে বান্দর দেখবেন না। রিনয়কে দেখা যাবে। তাই না রিনয়।

রিনয় ভালোবাসার সঙ্গা কি? তোমাকে না বলছিলাম। সবাইকে বলে দাও। আরো অনেক অনেক ব্লগার আছে। লিখে শেষ করা যাবে না। সবাইকেই ভালোবাসি।

কিন্তু এতভালোবাসা রাখি কোথায়? তবে অনেক অনেক ব্লগার এর ভালোবাসা যার কিছুুটা এখানে প্রকাশ করলাম। যার একটা মন্তব্য অথবা একটা পোস্ট আমার ভালো লাগে তাকেই পছন্দের লিংকে অ্যাড করি। কিন্তু ভয় লাগে। নোর্টিসবোর্ডের সাথে তো প্রেম করতে পারি নাই। হয়তো আবার আমার ব্লগ ব্লক করে দিবে।

তবে সবচেয়ে বড় সত্য কথা হলো কিছু মন মানসিকতার পরিবর্তন করা উচিত। একজন মানুষকে ভালোবাসলে যে তাকেই পেতে হবে এমন কোন চিন্তা থাকা উচিত না। কারণ আমার ভাগ্যে কি আছে আমি নিজেও জানি না। সময়ই কথা বলবে। আরো বড় সত্য কথা হলো.....সবাই কে বন্ধু ভাবতে পারলে কিন্তু কোন সমস্যা হয় না।

তবেই তাকে আরো আপন করে নেওয়া যায়। হয়তো সবার মনোভাব এক নয়। আমি শুধু আমার মনের কথা গুলো প্রকাশ করলাম। ভালোবাসা আছে বলে পৃথিবী টিকে আছে। আর থাকবেও।

তা না হলে কি মানুষ বাচঁতে পারে? আর যারা পারে তারা কিন্তু সুখি নয়। সত্যি কার অর্থে অসুখী মানুষ। বি:দ্র: ভাই আমি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না। সব মিলিয়ে ফেলি। কোনটা নোয়াখালী, বরিশালের ভাষা আর কোনটা কুমিল্লা বা কুষ্টিয়া ভাষা তার কোন পাথকর্্য আমি বুঝতে পারি না।

কেউকি বুঝিয়ে দিবেন। যেহেতু আমি ঢাকার ছেলে সুতরাং ঐ গুলো বুঝি না। তবে মাঝে মাঝে মজা করি। সংবিদিবদ্ধ সতকীকরণ: যত বেশী ভালোবাসবেন ততো বেশী কষ্ট পাবেন। সহী বেজ্বাল কথা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.