আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো মার্কেট

আমার ব্যক্তিগত ব্লগ

উমলেজে থাকতে একদিন একটা পুরানো দিনের মার্কেটে গেলাম। মার্কেটের সব দোকান গুলো মাটির, জিনিস পত্রও বেশ পুরানো ইস্টাইলের, দোকানীগুলো অধিকাংশ বুড়ো, ক্রেতা খুব কম, দোকানীদের দেখলেও মনে হয়না খুব বেশি বিক্রি হয় এখানে, আর এটা নিয়ে ওরা চিন্তিতও না। আম্মা একটা ছোট বাচ্চা মেয়ের জামা পছন্দ করলেন, পরে কিনলেন না, বললেন, ছেলে হয় না মেয়ে হয় কে জানে, থাক এখন। পরে শেখা জন্মাবার পর আবার ঔ দোকান খুজে, ঐ জামাটাই কেনা হয়েছিল। এখনও বোধহয় আছে, খুব সুন্দর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।