আমাদের কথা খুঁজে নিন

   

এসিড কে আমরা ভয়ংকর করেছি ।

কল্পনাকে সাথী করে পথ যখন চলি তোমার কথা ভেবে ভেবে হারাই চেনা গলি কল্পনাতেই কল্পনাতেই ‘মা তোমার ভয় নেই, সারাদেশের মানুষ তোমার পাশে।’ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসিডদগ্ধ শারমিন আক্তার আঁখিকে দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ আবেগ আপ্লুত হয়ে এ কথা বলেন। এসিডদগ্ধ আঁখির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিত্সকরা। এখানে আমার প্রস্ন হল আমাদের মাননীয় মন্ত্রী সাহেব পারবেন কি সারাদেশ এ আগামীতে যারা এসিড এর শিকার হতে পার এ তাদের কে এই নিরভয় দিতে(‘মা তোমার ভয় নেই, সারাদেশের মানুষ তোমার পাশে)। ওনার কথা বাদ দিলাম কেও কি পারবেন এর সমাধান করতে ? তখন ই এই সমস্যার সমাধান সম্ভব হবে যখন আমাদের দেশ এর প্রশাসন নারীদের মায়ের মতো দেখবেন........কারন ওনারা নারীদের ভোগ এর পন্ন হিসেবে দেখেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.