আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তারের দাবি



নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তার ও তার বোন-ভাগিনার ওপর এসিড নিক্ষেপকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকার বাসিন্দারা। পরে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফেজ আহম্মদ তাঁদের দাবিসংবলিত একটি স্মারকলিপি ডিসির কাছে পেশ করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ফারহানার ভগ্নিপতি আবদুর রহমানকে (বড় বোন রৌশনারার স্বামী) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সুধারামপুর থানার পুলিশ। এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ ছাত্রীর নানা সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বাদী হয়ে বুধবার রাতে সুধারাম থানায় একটি মামলা করেছেন। মামলায় কোনো আসামির নাম না দিয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটায় বলে উল্লেখ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান গতকাল বৃহস্পতিবার ঢাকা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ভিকটিম ফারহানার সঙ্গে কথা বলবেন। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মতিপুর গ্রামের ইতালি প্রবাসী সোহরাব হোসেনের বসতঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে মাদ্রাসা ছাত্রী ফারহানা ও তার বড় বোন রৌশনারা এবং বোনের ছেলে লিয়ানের ওপর এসিড ছোড়ে। ফারহানা সাইয়েদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী। এসিডে তার বাম চোখসহ মুখমণ্ডল ঝলসে যায়।

রৌশনারা ও তার ছেলে আংশিক দগ্ধ হয়। Click This Link http://www.youtube.com/watch?v=wX_3Y5UfNdY

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.