আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটের তিনটি ঐতিহ্য ঃ 01



কীন ব্রীজঃ সিলেট শহরের পাশ দিয়েই বয়ে গেছে সুরমা নদী। এক সময় এই সুরমা ছিল প্রমত্তা খরস্রোতা এক নদী। কিন্তু তার সেই যৌবন এখন আর নেই। সুরমা এখন মৃত প্রায়। দেশের অন্যান্য সথাপনের জন্যই সেই সময়ের খরস্রোতা সুরমার উপরে নির্মিত হয়েছিল এই ব্রিজ।

সময়টি ছিল 1936 সাল। তবে ব্রিজটির নির্মান কাজ শুরু হয়েছিল 1933 সালে। সমপূর্ন লোহা দিয়ে তৈরি এ ব্রিজটি নির্মান করতে সে সময়ে ব্যয় হয়েছিল 56 লাখ টাকা। তৎকালীন আসামের গর্ভনর মাইকেল কীনর নামানুসারে এর নামানুসারে এর নামকরণ করা হয়েছিল কীন ব্রিজ। এর দৈর্ঘ্য 1150 ফুট আর প্রসথ 18 ফুট।

71 এ পাক হানাদার বাহিনী এ ব্রিজের একাংশ উড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধ পরবতর্ীকালে আবার একে আগের মতো করে সংস্কার করা হয়। কীন ব্রিজ এখন সিলেটের অন্যতম একটি ঐতিহ্য। তাই এ ব্রিজটিকে বাঁচিয়ে রাখার জন্য সিলেটবাসী নাগরিক আন্দোলন করে যাচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।