আমাদের কথা খুঁজে নিন

   

প্লেনের খাবার

আমার ব্যক্তিগত ব্লগ

ছোট বেলায় যখন সৌদি আরবে ছিলাম, প্রতি বছর দেশে ফিরতাম, তখন প্লেনে চড়া হতো। এছাড়া সৌদি আরবের ভিতরেও মাঝে মাঝে প্লেনে চড়ে যেতাম। সুতরাং প্লেন উঠা আর নামার সময়ের অদ্ভুত অনুভুতি ছাড়া আর কোনো ভয় ছিলোনা। আমরা সাধারনত: সৌদি এয়ারলাইন্সে চলাচল করতাম। ওখানে ভারি খাবার যা দেয়া হতো সেটা ছিল পোলায়ের মতোন কিছু, সাথে আরো কি কি যেন।

খুব সুন্দর করে সাজানো। দেখতে কি ভালো লাগতো, মনে হয় সব খেয়ে ফেলি। কিন্তু আমি শুধু একটা জিনিসই খেতাম, যয়তুন। খাবারের সাথে ঐ একটাই দিত। আর কিছু খেতে পারতাম না।

কেন যেন কোনো স্বাদ পেতাম না। খাবার দিলেই দেখতাম যয়তুনটা কোন কোনায় পরল। একদিন পাশে সিটের এক ভদ্্রলোক (কোন দেশি জানিনাহ), খাবার আসার পর খুব আয়েশ করে সব খেয়ে ফেললেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন খাবার মানুষ খায় কি করে? উনিও কয়েকবার আড় চোখে দেখলেন, পাশের সিটের পিচ্চি মেয়ে তার খাবার খেয়াল করছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.