আমাদের কথা খুঁজে নিন

   

ভাললাগা শুরু হয় কেন?

আমার ব্যক্তিগত ব্লগ

সব কিছুরই কোন একটা শুরু তো আছে। তার কোনো কারন তো থাকে। কোনো কিছুই তো এমনি এমনি হয় না। ভাললাগা শুরু হয় কেন? রুপ দেখে? গুন দেখে? ধন দেখে? স্টাইল দেখে? বিপরীত লিংগের কেউ হলেই? গলার শব্দ শুনে? কথার স্টাইল দেখে? হাসি দেখে? লেখা পড়ে? চিন্তা ভাবনায় মুগ্ধ হয়ে? কত কারন ? কখন, কার জন্য কোনটা কাজ করে? আমি কেন মানুষকে ভালোবাসি? আমার কেন ভাললাগে? যাদের সাথে রক্তের সম্পর্ক তাদের কথা যদি বাদ দেই, তাহলে বাকিদের কেন ভাল লাগে? সুন্দর গলার শব্দ আমার ভাল লাগে, যে কথা দিয়ে রাখতে পারে বিশ্বাসি, তাকে ভাল লাগে। সুন্দর? দেখতে তো ভাল লাগে। ভালো বন্ধু? কার না ভাল লাগে? আর.... সবচেয়ে অদ্ভুত হলো কেউ যদি আমাকে পছন্দ করে, তাকে আমার ভালো লাগে, তার আর কোনো গুন থাক বা না থাক, আমাকে পছন্দ করছে এর চেয়ে বড় তো কোন গুন থাকতে পারেনা। মন থেকেই কিভাবে যেন তাদের আমার খুব ভালো লাগে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।