আমাদের কথা খুঁজে নিন

   

গুচ্ছ কবিতা

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

1. সবুজের গান তুমি এখন মুক্ত ডানার চিল, ইচ্ছে হলেই ছুঁতে পারো আকাশ ভরা নীল। আমি তো সেই ঝরা পাতা, চৈত্রবেলার গান, তাই বুঝি আজ অবহেলা- করছো অপমান। তুমি এখন জ্যোৎস্না ভরা রাত, ইচ্ছে হলেই ছুঁতে পারো দূর আকাশের চাঁদ। আমি তো সেই ঝরা বকুল, দুঃখ শোকে কাতর, তাই বুঝি আজ শিশির ঝরে, তোমার দু'চোখ পাথর।

জানি আবার সবুজ হবো, এই মাঠেরি ঘাস, নয়তো আবার উঠবো হেসে হয়ে বকুল গাছ। তখন তুমি আমার ছায়ায় আঁচল পেতে বসো, সবুজ ঘাসে দু'হাত রেখো, সবুজ ভালোবেসো। 2. বিজয়ী অনেক কথা বলার ছিল, কিছুই যে তার বলবো না, কষ্ট নিয়ে বিরান পথে একলা আমি চলবো না। আকাশ থেকে নীল কুড়াবো, সাগর জলে হাওয়া, উড়িয়ে দিলাম স্বপ্নফানুস, সকল চাওয়া পাওয়া। নতুন ভোরে শিউলী ফুলে মালা তো আর গাঁথবো না, ক্ষণিক মোহে ইন্দ্রজালে হৃদয় কভু বাঁধবো না।

ঘর ছেড়ে আজ নামবো পথে অচিন সুখের খোঁজে, চাঁদের জ্যোৎস্না সঙ্গী হবে লক্ষ তারার মাঝে। দিনবদলের গান গেয়ে আর দু'চোখ বুজে থাকবো না, ব্যাথার অনল বুকে নিয়ে তোমার কাছে হারবো না। বিলিয়ে দিলাম দুঃখ আমার তেপান্তরের মাঠে, তোমার সাথে দেখা হবেই শেষ খেয়ার ওই ঘাটে। 3. মেয়ে তুমি বৃষ্টি হও মেয়ে তুমি বৃষ্টি হও, বর্ষার প্রথম বৃষ্টি নও, নও কালবৈশাখী, তুমি হবে সি্নগ্ধধারার ভালোবাসার বৃষ্টি। তুমি বৃষ্টি হবে, ঝরে পড়বে টেকনাফ থেকে তেতুলিয়ায়, ছাপপান্ন হাজার বর্গমাইলের প্রতি সীমানায়।

তুমি প্লাবন আনবে, ভাসিয়ে দেবে কুঁড়ে ঘর আর সুরম্য সংসদ ভবন, চৌদ্দ কোটি মানুষের চোখে ঝরবে অঝর শ্রাবণ। তুমি ভিজিয়ে দেবে, চিরদুঃখী আর আজন্ম সুখে লালিতের স্বপ্নের বাসর, ভিজিয়ে দেবে আজ জীবনানন্দের 'পরণ কথা'র আসর। তুমি ছুঁয়ে যাবে, ছুঁয়ে যাবে যত বাগ্মী নেতাদের কপট কথার ছল, তোমার পরশে ওদের দু'চোখে নামবে চেতনার ঢল। তুমি ভরিয়ে দেবে, ছোট্ট অনাথ শিশু আর দুই নেত্রীর চোখের পাতা, ভেদাভেদ ভুলে এনে দেবে জানি শান্তির নতুন বারতা। মেয়ে তুমি বৃষ্টি হও, হঠাৎ প্রবল বর্ষণ নও, নও বর্ষার রিমঝিম, তুমি হবে ভালোবাসার বৃষ্টি, জ্বালবে সুখের পিদিম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।