আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখিত হবেন না আস্তমেয়ে

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

দুঃখিত হবেন না আস্তমেয়ে। শিবিরের র্কম আমি যা দেখেছি আপনি তার চেয়ে কম হয়তো দেখেননি । কিন্তু আপনার আর আমার পর্াথক্য হচ্ছে আপনি র্ধমের ঝান্ডা নিয়ে ওরা আছে বলে ওদের কাজে দোষ দেখেন না , আমি র্ধমের ঝান্ডার ব্যবহার অনৈতিক মনে করি তাই দোষ দেখি । আপনার বাবা ভাল মানুষ কোন সন্দেহ নেই। আমি বাবার বিষয় নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম এই কারণে না যে তাকে আমি মহামানব মানি।

পরিস্থিতি এক্সপ্লেইন করার জন্য দিয়েছিলাম। আপানারা যুদ্ধের সময় পাকিস্তান সর্মথনের কু যুক্তি দিয়েছেন সেটার ফাঁক দেখানো। উনি ভাষা আন্দোলনের মিছিলেও ছিল । ভারত ভাগে ও অংশ নিয়েছে , কলেজ লাইফে রাজনীতি করেছে, উনার চোখের সামনে সব নামি-দামী লোক হিন্দুদের লুট করেছে। ভারত আমাদের উপর প্রভাব খাটাতে পারে সেই ভয় উনারও ছিল ।

লজিক্যালি চিন্তা করলে যে পক্ষ নেওয়া দরকার উনি সেটা নিয়েছে। নিগৃহীত শ্রেনীর মানুষ হিসেবে একবার ভারত ভাগ সর্মথন করেছে , আবার সেই একই শ্রেনীর মানুষ হিসেবে পাকিস্তান ভাগ সর্মথন করেছে । দেশ শুধু একটা ভূখন্ড নয়, এই বিষয়টা যতদিন উপলদ্ধি করবেন না , ততদিন জামায়াতের ইসলামের কারণে বা ভারতের ভয় এগুলো যুক্তি যুক্ত মনে হবে । দেশ ভাগের পর 48, 52, 69 হয়ে 71 আসছে । 71 কারো স্বপ্নপ্রাপ্ত না।

ষাট এর দশকের বাম দলের তুমুল জনপ্রিয়তার পরও ওরা ক্ষমতায় আসেনি কেন ? একমাত্র কারণ ওরা পিকিং- মস্কো করে ব্যস্ত ছিল । মানুষের প্রাণের কথা বুঝতে পারেনি। শেখ মুজিবের 1001 টা সীমাবদ্ধতার পরও উনি এই বাংগালীর প্রবাদপ্রতিম পুরুষ হয়ে গেছেন । কারণ উনি একমাত্র ব্যক্তি বুঝতে পেরেছিলেন মানুষ কি চায় । যদিও উনি বিপ্লবী ছিলেন না, উনি নিজেও চেয়েছিলেন সহজ পথে মানুষের দাবী আদায় করতে ।

বাট ইতিহাস বলে দাবী আদায় হয় রক্ত দিয়ে । আমরা যদি ধরি ভারত = সিংহ , পাকিস্তান = বাঘ । সিংহ অধিকতর শক্তিশালী । আপনাদের কথায় বোঝা যায় , জামায়াত সিংহের কবলে না পড়ার জন্য , বাঘের খাঁচায় থাকতে চেয়েছিল। বেঁচে থাকতে হয় লড়াই করে।

বাঘের খাঁচা থেকে বের হয়ে , সিংহের সাথে ফাইট দেওয়াই হচ্ছে জীবন। আর র্সববৃহৎ ইসলামিক রাষ্ট্র ভেঙ্গে যাবে এটা একেবারেই হাস্যকর কথা। ইসলাম কে পালন করে দেশ না কি দেশের মানুষ ? যদি মানুষ হয় তবে সেই সময় ভারত ছিল সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশ । পাকিস্তানের তো ভারত টুকরো করতে আগ্রহের অভাব নেই। জীবন রক্ষা হলেই পরে র্ধম আসে , শুধু র্ধম দিয়ে জীবন চলে না।

জামায়াতের ভূমিকা নিয়ে কথা বললে আপনাদের একটা প্রবণতা হচ্ছে , এটা বলা যে ইসলাম বিরোধী কথা বলি । আমি নিজে একটাও বলিনি কারণ র্ধম পালনে আমার অনীহা থাকতে পারে কিন্তু অশ্রদ্ধা নেই। পশ্চিম পাকিস্তানিরা আমাদের কে কি করেছে সেটা আমি বেশ কয়েকবার বলেছি , এগুলো ইতিহাস সাক্ষী । আপনারা হয়তো এগুলো পড়েননি , না হলে এগুলো মিথ্যা বলে আপনাদের মনে হয়। আবার একটা কথা মনে পড়ল বলি , 70 এর সাইক্লোনে তখনকার সরকার কি করেছিল আমাদের জন্য পড়ে আসুন ।

এক লক্ষের উপর মানুষ মারা গিয়েছিল । বাংলাদেশের র্অথনীতি (1930-1980 ) পড়ুন। 1970 সালের সমীক্ষায় পাকিস্তানের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের সেরা দশের তালিকায় বাংলাদেশের এ. কে. খান ছিল একমাত্র গ্রুপ। জনসংখ্যায় আমরা বেশী হওয়া সত্ত্বেও কেন একটা মাত্র বাংলাদেশী গ্রুপ ? কারণ খুজুন , তাহলে চোখ খুলবে । র্অথনীতি , উন্নয়ন নীতি, রাষ্ট্রনীতি , সমাজনীতি এগুলো পড়ুন দেখবেন আমরা কতখানি বনচিত জনগোষ্ঠির প্রতিনিধি ।

আজ যদি পর্াবত্য চট্টগ্রামের মানুষ ওদের আলাদা দেশ চায় , বাংলা ভাষী হিসেবে আমার খুব কষ্ট হলেও বলতে হবে ওদের দাবী অযৌক্তিক না। একটা কথা আছে '' History repeats itself '' । ওদের উপর 25 শে মর্াচ আসলে আমাকে ওদের পক্ষে যেতে হবে । কারণ মানুষের প্রাণের দাবী অনেক বড় আমি মনে করি। ব্যক্তিগত জীবন দেখে সিদ্ধান্ত নেওয়াটা খুব ভুল।

আমি চাকমা বা মারমা নই । তবুও কেন আমি ওদের দাবী সর্মথন করি। আমার না করলেও তো চলতো। আমি সব ধরণের সরকারী সুবিধা ভোগ করে বড় হওয়া মানুষ, আমারতো ওদের সর্মথন করার কথা না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।