আমাদের কথা খুঁজে নিন

   

পারস্পরিক ভালোবাসা

দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি

কোন জনৈক শিকদার সাহেব নাকি দেশপ্রেমিক ও দেশদ্রোহীদের তালিকা করেছেন। হুমমম.... খুবই মহৎ প্রচেষ্টা, কারণ অপরিচিত শত্রুর চেয়ে চিহ্নিত শত্রু মোকাবেলা করা অনেক সহজ। তবে ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল - এইযে যাদেরকে দেশপ্রেমিক বা দেশদ্রোহী খেতাবটা দিলেন, তাদের কয়জনকে আপনি ব্যাক্তিগত ভাবে চিনেন? কিসের ভিত্তিতে আপনার এই খেতাব? শুধু কি তাদের লেখা পরেই, নাকি এরা সবাই তাদের স্ব স্বক্ষেত্রে যথাযোগ্য অবদান রেখেছেন, যে কারণে এই খেতাব তাদের প্রাপ্য? আসলেই আমরা খুব তাড়াতাড়ি এবং স্বল্প জেনেই উপসংহার টেনে ফেলি। কিন্তু এই প্রবণতাটা খুবই ডেনজারাস এবং মানুষের মাঝে সহজেই ভেদাভেদ সৃষ্টি করে। কমবেশি সবার মাঝেই এই প্রবণতা দেখা যায়, এমনকি আমার নিজের মাঝেও।

আমাদের নিজ মতামতের যারা বিরোধী, তাদেরকে আমরা কোনভাবেই পছনদ করতে পারিনা, এবং অতি সহজেই একটা লেবেল এটে দিই। অতচঃ স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই যারা তাকে বিশ্বাস করেনা তাদেরকে মতামতের স্বাধিনতা দিয়েছেন (আমি সৃষ্টিকর্তাই বিশ্বাসিদের দৃষ্টিভংগি থেকে বলছি)। আপনি কি যাদেরকে লেবেল করলেন সবদিক দিয়ে তাদের চেয়ে উত্তম? খুব সম্ভবতঃ না। তাহলে কেমনে আপনি তাদেরকে বিচার করলেন? আর যদি আপনি উত্তম হয়েও থাকেন, আমৃত্যুই যে তা থাকবেন তারই বা গ্যারান্টি কি? শিকদার ভাই, আমার এ পোষ্ট'র উদ্দেশ্য আপনাকে হেয় করা বা সেরকম কিছু নয়। আমি জাস্ট বলতে চাচ্ছি - 1. পৃথিবীর সব মানুষ সমান না।

সবারই নিজ নিজ চিন্তাধারা আছে। আসুন আমরা একে অপরকে ভালোবাসতে না পারি, এটলিস্ট রিসপেক্ট করি (for who they are) 2. অন্যকে বিচার করার আমরা কে? যারা স্রষ্টাই বিশ্বাস করেন তারা যেহেতু এও বিশ্বাস করেন যে স্রষ্টা সবজান্তা ও অতি সুবিচারক, তাদের উচিৎ এই বিচারভারটা তার উপরই ছেড়ে দেয়া। 3. লাস্টলি, অন্যের বিচার করার আগে আয়নায় নিজেকে দেখে নেওয়া। যার বিচার করা হচ্ছে সেতো যে বিচার করছে তার ছেয়েও উত্তম হতে পারে, আজ না হোক কাল। পরিশেষে: আস্তমেয়ের একটা কথা রিপিট করি - লেটস এগ্রি টু ডিসএগ্রি।

আমার প্রিয় একটি হাদিস দিয়ে শেষ করি - Hate the sin, not the sinner -saying of Prophet Muhammad (saw)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.