আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ : কবুতরের সাথে সখ্যতা

বৃষ্টি হচ্ছে সুনিশ্চিত এই মুহুর্তে পৃথিবীর কোথাও না কোথাও

ভেনিসের সেন্ট মার্ক বেসিলিকার চত্ত্বর হলো হাজার হাজার কবুতরের মিলনমেলা। ওদেরকে খাওয়ানো প্রত্যেক দর্শনাথর্ী ও পূর্ণ্যার্থির জন্য একটা ব্যাপার বটে। আমি যখন ঘুরতে যাই তখন এই লাল জামার খুব কিউট এবং সাহসী পিচ্চিটা নিজের হাতে, গায়ে কবুতর নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। কিছুক্ষন খাবার হাতে দাড়িয়ে থাকতেই তার সারা গায়ে একঝাক কবুতরের আনাগোনা। তার খুশি আর দ্যাখে কে!! এক সময়ে এতটাই বিভোর ওদের খাওয়াতে যে মাটিতেই বসে পড়েছে সে। ওর মুদ্ধতা কবুতরদের প্রতি, আর আমার মুদ্ধতার ওর সারল্যে। ওর অসাধারন হাসিতে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।