আমাদের কথা খুঁজে নিন

   

কান্না মানে পাত্তা ভিক্ষা



কান্না মানে পাত্তা ভিক্ষা, এই হল গুরুজীর শিক্ষা। দুঃখ পেতে যে ভালোবাসে, সে পায়খানার স্রোতে ভাসে। ঘ্যানঘ্যানানি যাহার সুর, সে পাদের গন্ধে ভরপুর। নিজের দাম আদায় করতে, আগে হয় দাম জানতে। দাম যদি নাই থাকে, পাত্তা লোকে দিবে কাকে? কষ্ট করলে মেলে কেষ্ট, বলেন মোদের বয়োঃজ্যেষ্ঠ।

নিজের দাম নিজে জানি, তবেই লোকে বলবে গুণী। যে প্রেমে কোন শান্তি নাই, সে প্রেম জেনো বৃথা তাই। প্রেমে যদি দুঃখ সদাই, অত্যাচারী কে তাই সুধাই। অত্যাচার নাহি মানি, দাম আদায় করতে জানি। দুঃখে দুঃখ বেড়ে চলে, কমে শুধু ভালোবাসার বলে।

নিজের দুঃখ যদি ঘুচাই, পরের দুঃখ ঘুচাতে পাই। শক্ত মনে কাজ করে যাই, মন্ত্র মোদের ভালোবাসা'ই। নিজে যত শক্তি পাবো, দুঃখ ধংস করে যাবো। সুখ দুঃখ সবই নকল, আপন'ই সত্য, বৃথা সকল। হাসিখুশি হয় প্রাণ, দুর হবে পাদের ঘ্রাণ।

আমরা সবাই সত্য সন্ধানী, আবীর ভাইয়া মহা জ্ঞানী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.