আমাদের কথা খুঁজে নিন

   

ওলামা সম্মেলন থেকে হেফাজতের নতুন আট দফা

হাঁটছি পথে অসীমের পানে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ওলামা সম্মেলন থেকে সরকারের প্রতি নতুন করে আরো আট দফা দাবী পেশ করেছে দলটি। শনিবার দিনব্যাপী সম্মেলন শেষে এসব দাবী প্রদান করেন। দাবী গুলো হচ্ছে –▶▶ ১. সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঈমান আকিদার হেফাজত, মহান আল্লাহ ও প্রিয় নবী(স.) এর সম্মান রক্ষা, ধর্মীয় মুল্যবোধ সংরক্ষন, সমাজে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা, নৈতিক অবক্ষয় রোধ সর্বত্র নারীর পূর্ণ নিরাপত্তা, ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা পরিবেশ সৃষ্টির মহান লক্ষ্যে হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দাবী অবিলম্বে বাস্তবায়ন করা হবে । ২). ৫ মে শাপালা চত্বরে আলীম ওলামা ও নবী প্রেমিক জনতার উপর পরিচালিত গণহত্যার স্বাধীন, সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং প্রকৃত ঘটনা জাতীকে জানানোর ব্যবস্থা করতে হবে ।

৩). প্রখ্যাত আলেমেদিন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও হুইপ মুফতি ওযাক্কাছ সহ গ্রেপ্তারবকৃত সকল নেতা কর্মীর অবিলম্বে মুক্তি দান ও সরা দেশে হাজার হাজার আলিম- ওলামার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে । ৪). পশ্চিমা সং¯‹িৃতর আলোকে প্রণীত নারী নীতিমালা কোরআন- সুন্না -তথা ইসলাম বিরোধী ধারা সমূহ বাতিল করে আমাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক আদেশের স্বার্থে সংঘতিপূর্ণ নারী নীতিমালা প্রণয়ন করতে হবে। ৫). কওমী মাদ্রাসার স্বকীয়তা ধ্বংস ও সরকারের অযুক্তিক নিয়ন্ত্রন আরোপের উদ্দ্যেশে কওমী মাদ্রাসা কর্তৃপক্ষ আইন -২০১৩ জাতীয় সংসদে পাশ করার জাবতীয় তৎপরতা ও পদক্ষেপ বন্ধ করতে হবে । ৬). দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের ঈমান আমল সংরক্ষন ও ধর্মীয় শিক্ষা- দিক্ষার প্রাণকেন্দ্র মাদ্রাসায় ছাত্র কমানোর তথা কথিত আন্দোলন সম্পর্কিত প্রধানমন্ত্রীর পুত্র সজিব ওয়াজেদ জয়ের দৃষ্ঠান্তমুলক বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে । ৭. দেশের অবিসংবাদিত আধ্যাত্বিত রাহবার, শাযখুল ইসলাম আল্লামা আহম্বমদ শফি সহ আলিম-ওলামার বিরোদ্ধে সরকারের মন্ত্রী-এমপি ও মদদ পুষ্ট ব্যাক্তিদের লাগামহীূন কটুক্তি মিথ্যাচার ও দৃষ্টান্তমূলক মস্তব্য বন্ধ করতে হবে ।

৮). বন্ধ করে দেওয়া সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া খুলে দেওয়ার পাশাপশি দৈনিক আমাদেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানেন মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ আদিলুর রহমানের মুক্তি দিতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.