আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতকে প্রতিহত করার ঘোষণা গার্মেন্ট শ্রমিকদের

হেফাজতে ইসলামকে উগ্র-ধর্মান্ধ মৌলবাদী, জঙ্গি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে একে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ৫২টি গার্মেন্ট শ্রমিক সংগঠনের জোট গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ। গার্মেন্ট শ্রমিকদের নিয়ে হেফাজত নেতা মাওলানা শফীর বক্তব্যের নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে, তেঁতুল হুজুরখ্যাত এই শফী গার্মেন্ট শ্রমিকদের সম্পর্কে অসত্য, অসভ্য, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি শুধু মা-বোনদেরই অপমান করেননি, তিনি পুরুষদেরও অপমান করেছেন। তার বক্তব্যকে হেফাজতে ইসলাম সমর্থন করায় সংগঠনটিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে গার্মেন্ট শ্রমিকরা। তাই হেফাজতের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ।

সেই সঙ্গে শ্রমিকদের নূ্যনতম মজুরি নির্ধারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও নৌমন্ত্রী শাজাহান খান।

গতকাল বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশের ঘোষণাপত্রে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। মহাসমাবেশ থেকে নেতারা নতুন বেতন কাঠামোতে নূ্যনতম মজুরি ৮১১৪ টাকা দাবি করে বলেন, রক্ত দিয়ে হলেও এই দাবি আদায় করব। আর ৬০০ টাকা বাড়ানোর জন্য মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা ধিক্কার জানিয়ে শ্রমিকরা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের মজুরি ৮১১৪ টাকা নির্ধারণে ছলচাতুরী করা হলে সারা দেশে আগুন জ্বলবে।

তবে গার্মেন্ট শ্রমিক আন্দোলনের নামে কারখানা ধ্বংসের যে কোনো ষড়যন্ত্র শ্রমিকরা রুখে দাঁড়াবে বলে তারা মত দেন। গার্মেন্ট শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত মহাসমাবেশে সংগঠনটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য দেন নারীনেত্রী শিরিন আখতার, গার্মেন্ট শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, নাইমুল আহসান জুয়েল, জাহানারা বেগম, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম রনি, লাভলী ইয়াসমিন, আলমগীর রনি, নাজমা আক্তার, রহিমা আক্তার সাথী, শামীমা আক্তার শিরিন প্রমুখ। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনটির সদস্যসচিব বদরুদ্দোজা নিজাম। এ মহাসমাবেশে দুপুর থেকেই ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকার গার্মেন্ট কারখানাগুলোতে কর্মরত হাজার হাজার শ্রমিক মিছিল নিয়ে আসেন। শাজাহান খান বলেন, শ্রমিকরা তাদের দাবির কথা বলতে গিয়ে মালিক পক্ষের হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

জুট ব্যবসা কেন্দ্র করে অনেক প্রাণহানি হয়েছে। ষড়যন্ত্রের কারণেই জিএসপি স্থগিত রয়েছে। তবে যত ষড়যন্ত্রই করা হোক না কেন গার্মেন্ট শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকাই করতে হবে। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তিনি গার্মেন্টের নারী শ্রমিকদের নিয়ে হেফাজত নেতা মাওলানা শফীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, শফীর প্রতি আমার শ্রদ্ধা থাকলেও বলতে চাই-বাংলার মা-বোন আপনার কথা মানতে পারছে না।

তিনি হেফাজতকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় উগ্র-সাম্প্রদায়িক, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের প্রতিহত করার ঘোষণা দেন।

শিরিন আখতার বলেন, ৯২ বছর বয়সী তেঁতুল হুজুর খ্যাত মাওলানা শফীর বক্তব্য প্রত্যাখ্যান করে বলছি, এই হুজুররা ধর্মের নামে নারী নির্যাতন করে। এই তেঁতুল হুজুরদের রক্ষাকারী বেগম খালেদা জিয়ার রক্ষা নাই। গার্মেন্ট শ্রমিকরা তাদের প্রতিহত করবেই।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.