আমাদের কথা খুঁজে নিন

   

ডক্টর ইমরান এইচ সরকার ও তাঁর দূরদর্শিতা

A successful man is one who can lay a firm foundation with the bricks others have thrown at him.

আট ঘণ্টা আগে ডক্টর ইমরান এইচ সরকার তাঁর ফেসবুক ওয়ালে পোস্ট লিখেছেন যার প্রথম প্যারা, "আপনি তো একই ভাষায়ই কথা বললেন! আমি পারতাম আপনার এই অযৌক্তিক ও অশালিন মন্তব্যটি প্রকাশ না করতে। কিন্তু করলাম। কারন লোকে দেখুক আপনাদের মতো ইসলামের ঝান্ডাধারীরা কতোটা মিথ্যুক আর অসভ্য। " বাকিটুকু আপনাদের পড়ে দেখার আহবান রইল। বাকি সব লেখা ঠিক থাকলেও তিনি উপরোক্ত প্যারায় লিখেছেন "ইসলামের ঝাণ্ডাধারীরা মিথ্যুক ও অসভ্য"।

এ থেকেই বোঝা যায় তাঁর দূরদর্শিতার প্রমান। এমন অযোগ্য লোকদের আমরা নেতৃত্বে বসাই। ইমরান সাহেব, আপনি কথাবার্তা বুঝে শুনে বলা শিখুন। ইসলামের ঝাণ্ডাধারী মানে জানেন? এর অর্থ ইসলামের পতাকাবাহী অর্থাৎ, প্রত্যেক নামাজি-মুমিন মুসলমান। তাই ইসলামের ঝাণ্ডাধারীরা নয়, বলুন ইসলাম নিয়ে ভণ্ডামিকারীরা মিথ্যুক আর অসভ্য।

আপনার বহু অদূরদর্শীতার জন্য আজ গণজাগরণ মঞ্চ প্রশ্নের মুখে পড়েছে, এর দায় আপনাকেই নিতে হবে। আমি জানি আপনি ইসলাম বা ধর্মপ্রাণ মুসলমানদের হেয় করার উদ্দেশে এই কথা বলেননি। আমি এও জানি, এরকম কোন বাসনা আপনার মধ্যে কখনো আসে না। আপনার এই পয়েন্টটি ধরিয়ে দিচ্ছি একটাই কারনে, আপনি কিভাবে কোন কথা বলতে হয় সেটাই জানেন না। আপনি বোকার মতো অনেক কথা বলেন, আপনার মনে রাখা উচিত- আপনি গণজাগরণ মঞ্চের মুখপাত্র (যদিও আমি মনে করি আপনি এর যোগ্য না)।

আপনাকে আরও দূরদর্শিতার পরিচয় দিতে হবে। শুভকামনা রইল, ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।