আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

ন্যায্য বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। অবরোধকালে শ্রমিক-মালিক পক্ষ ও পুলিশের ত্রিমুখি সংর্ঘষে কমপক্ষে ৩০ শ্রমিক আহত হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে পৌর এলাকার ওলাইল মহল্লার স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা ন্যায্য বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।

এক পর্যায়ে স্ট্যান্ডার্ড গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী প্রাইড গ্রুপ, এইচ আর টেক্সটাইল, ঝুমকা টেক্সটাইল, আল ইসলাম গার্মেন্টস, আন লিমা টেক্সটাইলসহ  অন্যান্য কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শ্রমিকদের বের করে নিয়ে আসে।

এসময় শ্রমিকদের বিক্ষোভের মুখে ওই এলাকার ১০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।