আমাদের কথা খুঁজে নিন

   

হিটলারের ইহুদি নিধন নিন্দনীয়: রুহানি

পাশাপাশি ঘটনার বস্তুনিষ্ঠতা নির্ধারণের দায় ঐতিহাসিকদের বলেও মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার উদ্দেশ্যে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন তিনি। সেখানে মঙ্গলবার সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। রুহানির পূর্বর্তী ইরানি কট্টরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ হলোকাস্টকে ‘মিথ’ হিসেবে বর্ণনা করে অস্বীকার করেছিলেন। এতে মধ্যপ্রাচ্যের ইসরায়েলসহ পশ্চিমা বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।

ইতিহাস অনুযায়ী, প্রায় ৬০ লাখ ইউরোপীয় ইহুদিকে হত্যা করা হয়েছিল। তিনি ইহুদি নিধনের বিষয়টি (হলোকাস্টে) বিশ্বাস করেন কিনা সিএনএন’র এমন প্রশ্নের জবাবে রুহানি বলেন, “আমি ঐতিহাসিক নই, তাই হলোকাস্টের মাত্রা নিয়ে যখন কথা ওঠে তখন ঐতিহাসিকরাই এর জবাব দিতে পারবেন। ” ’ “কিন্তু সাধারণভাবে আমি আপনাকে বলতে পারি, ইহুদিদের প্রতি নাজিদের অপরাধসহ ইতিহাসে সংঘটিত মানবতার বিরুদ্ধে যে কোনো ধরনের অপরাধ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। ” গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনের এমন এক প্রশ্নের জবাবে পূববর্তী আহমাদিনেজাদের বক্তব্য প্রত্যাখ্যান না করে প্রসঙ্গ এড়িয়ে গেলে ইরানের মধ্যপন্থী এই প্রেসিডেন্টের তীব্র সমালোচনা করে ইসরায়েল। সিএনএন’কে রুহানি বলেন, “ইহুদিদের বিরুদ্ধে তারা যত ধরনের অপরাধ করেছে আমরা তার নিন্দা জানাই।

মানুষের প্রাণ হরণ করা ঘৃণ্য কাজ। এই প্রাণ ইহুদির, থ্রিস্টানের বা মুসলিম, যারই হোক না কেন কোনো পার্থক্য নেই। একই ব্যাপার। ” এর পাশাপাশি রুহানি ব্রিটিশ অধিকৃত ফিলিস্তিনের একটি অংশে প্রতিষ্ঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের কার্যকলাপেরও নিন্দা করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.