আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিন বের করার মজার পদ্ধতি ......অনেকেই জানেন হয়তোবা, তাও দিলাম

Never lose hope...., Never Stop Expedition....
আগেই বলে নিচ্ছি যে এটা আপনারা অনেকেই জানেন; কেউ কেউ হয়তো জানেন না। জানেন আর না জানেন সবার তরে দিলাম। কারো জন্মদিন, মাস এমনকি বছর বের করার একটা ঠাণ্ডা কৌশল (ইন্টারনেটে দেখলাম cool trick শব্দযুগল ব্যবহার করা হয়েছে ) আছে। বন্ধুদের চমকায় দিতে পারেন অথবা তাদের কাছে এই কৌশল প্রয়োগ করতে গিয়ে নিজেও চমকায় যেতে পারেন যখন শুনবেন তারা অলরেডি এইটা জানে। কথা না বাড়িয়ে কৌশলটা ঝটপট বলে ফেলি......... এই হিসাবটা করার জন্য একটা ক্যালকুলেটর লাগবে।

* ক্যালকুলেটর ম্যানেজ হয়ে গেলে আপনার বন্ধু/বান্ধবীকে/দের বলুন তার জন্মদিনটি ক্যালকুলেটরে লিখতে, * সংখ্যাটিকে ২০ দিয়ে গুণ করতে বলুন, * প্রাপ্ত সংখ্যার সাথে ২২২ যোগ করতে বলুন, * তারপর একে ৫ দিয়ে গুণ করতে বলুন, * প্রাপ্ত ফলের সাথে এবার জন্মমাসের ক্রমিক সংখ্যাটা যোগ করতে বলুন। যেমনঃ জানুয়ারির জন্য ১, মার্চের জন্য ৩ এভাবে ডিসেম্বরের জন্য ১২, * প্রাপ্ত সংখ্যাকে ১০০ দিয়ে গুণ করে তার সাথে ১১১ যোগ করতে বলুন * অতঃপর জন্মসালের শেষ দুইটা ডিজিট যোগ করতে বলুন। যেমনঃ কারো জন্ম যদি ১৯৮০ সালে হয় তো সেক্ষেত্রে ৮০ যোগ করতে হবে, * এবং শেষতক প্রাপ্ত ফলাফলের থেকে ১১১১১১ (এক লক্ষ এগারো হাজার একশ' এগারো) বিয়োগ করতে বলুন। ক্যালকুলেটরে তখন একটা ৬ ডিজিটের (কিছু ক্ষেত্রে ৫ ডিজিটেরও আসতে পারে) সংখ্যা আসবে। একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক, যদি সংখ্যাটা হয় ১১১২৯৪ তাহলে ১১ ডিসেম্বর ১৯৯৪ হল তার জন্ম তারিখ।

আর যদি কোন ডিজিট এমন আসে ১০২৯৩? এর মানে হল ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমদিন জন্মদিন। অর্থাৎ যাদের জন্মদিন ১ থেকে ৯ তারিখের মধ্যে তাদের ক্ষেত্রে ৫ ডিজিটে ফলাফল আসবে। তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতা আছে। এই যেমন এটা দিয়ে ১৮৯৯ সালে আর ১৯৯৯ সালে জন্ম নেওয়া দুইজন ব্যক্তির ক্ষেত্রে একই ফলাফল দেখাবে। ইন্টারনেট থেকে সংগৃহীত।

অতঃপর অনুবাদিত। নিচে আমার কতগুলো পূর্বতন পোস্ট বোনাস (অথবা কারো কারো কাছে অযথাতুল্য) হিসেবে দিলাম। ধাঁধারহস্য ০১ ধাঁধারহস্য ০২ আইনস্টাইনের ধাঁধা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.