আমাদের কথা খুঁজে নিন

   

চেতনায় সে দুলকি চালে চলে, ঝগড়ার সুরে মিঠে কথা বলে।

কবি প্রেমে পড়েছে, কবি কে জিজ্ঞাসা করা হল কে সে? কবির উত্তর। ……………………………. সে ? স্বাতী তারার মত । ভালবাসি। আমার আছে যত। চেতনায় সে দুলকি চালে চলে, ঝগড়ার সুরে মিঠে কথা বলে।

অনবরত হ্রদয়ে দেয় নাড়া । আমি যাই বলি ! সে তো স্বাতী তারা। ভালবাসা ! চলছে এমনি করে। ভালবাসি, ভালবাসি, বলছি চুপিসারে। চুয়ে চুয়ে পড়ছে সুখের রস।

নারির কাছে ভালবাসার বশ। অন্যকিছু? অন্যকিছুর নাই কোন আশা, সে আছে ,আমি আছি , আছে ভালবাসা। কবিতা পড়ার পর মনে প্রশ্ন জাগলোঃ ইয়ার স্বাতী তারা কি ? স্বাতী তারা ইংরেজী নাম Arcturus,মন্ডল বুটিস (Bootes)। উজ্জলতা -0.04, শ্রেনী-ষস্ঠ, রং কমলা হলুদ, বর্নালী-K2,সূর্যের চেয়ে 100 গুন বেশী উজ্জল, ব্যাস 19মিলিয়ন কিঃমিঃ,। এটি প্রতি সেকেন্ডে 75 মাইল বেগে সূর্যের দিকে এগিয়ে আসছে।

এটি জুন মাসের তারা । নিচে তাড়াটির অবস্থান দেখানো ইমেজ দেওয়া হল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.