আমাদের কথা খুঁজে নিন

   

জটিল ধারাপাত( একটু উল্টোপাল্টা কবিতা প্রয়াস)

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে।তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।

সোজা পথের পথিক কেন উল্টো পথে হাঁটে? দিনমজুরের স্বপ্ন-বেলুন ধপাস করে ফাটে? মাটির মেঝেয় শয্যা কারো বালিশ-কাঁথায় ঘাম, এসি ঘরে ঘুমিয়ে করে জীবনের বদনাম। সুখ-সাঁজালির পায়েস-পিঠা অরুচিকর খাদ্য, মন কারো নয় হাতে ধরা ডুগডুগি বাদ্য। ভুল ঋতুতে পেখম তুলে ময়ূর কখন নাচে, ধুকপকুনির অংক কষে যখন মানুষ বাঁচে। নামতা কষা জীবন জুড়ে জটিল ধারাপাত, বেঁচেও কেউ মরে থাকে সোজা হয়েও কাৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।