আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিষয়গুলো আপনার জ়ানা থাকা দরকার

আমি একজন সাধারন ব্লগার এবং সামুর ভাষায় সেফ/নিরাপদ ব্লগার। ....

কেউ উল্টা-পাল্টা বোঝানোর আগে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে বিষয়গুলো আপনার জ়ানা থাকা দরকার এবং যে প্রশ্নগুলোর উত্তর খোজ়া জরুরী ঃ- # প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় ১৩ হাজার টন কয়লা আসবে পশুর নদ দিয়ে (জ়াহাজ় কি শব্দ ছাড়া চলবে? পানিতে তেল ও বর্জ্য মিশে দূষনের ফলে প্রতিবেশগত প্রভাব অনুমেয়) # ভারতের পরিবেশ আইনে এই ধরনের প্রকল্প বিশ্ব পরিবেশ ও ঐতিহ্যগত স্থান থেকে ২৫ কিলো দূরে নির্মান করার কথা বলা আছে, কিন্তু রামপাল মাত্র ৯ কিলো দূরে এবং এতে ভারতীয় কম্পানি এনটিপিসি যৌথভাবে কাজ করছে। ( এই আইন রক্ষার দায় কি এনটিপিসির ঘাড়ে বর্তায় না? আর আমাদের দেশে এমন কোন আইন নেই ক্যানো?) # ভারতের এনটিপিসি বিদ্যুৎ উৎপাদনে মাত্র ১৫ শতাংশ বিনিয়োগে সমান (৫০%) অংশীদারত্ব পাচ্ছে ( আমার ভাগেরটা কম পড়ল ক্যানো? আর এই ইস্যুটারে ব্যাবহার কইরা তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তির ব্যাপারে মমতারে চাপ দ্যান) # নির্ধারিত স্থান ৩ টা জ়াহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সমান (এত যায়গা কী আসলেই দরকার?) # নির্ধারিত যায়গা ফসলী জমি (বছরে প্রায় ১২৮৫ টন ধান ও ৫৬৯ টন মাছ উৎপাদন হয়) # প্লাণ্টের শব্দ দূষন কমানোর জন্য "সুপার ক্রিটিক্যাল" প্রযুক্তি ব্যাবহার করা হবে, কিন্তু এতে শব্দের মাত্রা কমবে মাত্র ১০%। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে। # প্রতিদিন ১৪২ টন সালফার ডাই-অক্সাইড ও ৮৫ টন বিষাক্ত নাইট্রোজেন ডাই-অক্সাইড পরিবেশ ও প্রতিবেশের উপর কি প্রভাব ফেলবে তা পরিবেশ বিজ্ঞানীরা ভাল বলতে পারবেন।

# পশুর নদ ও রামপালের আশে পাশের প্রায় ১২০ প্রজাতির মাছ বিলুপ্ত হবে এবং জেলেরা কর্মহীণ হবে ( যদিও ইলিশ ভারতেই রপ্তানী হবে) # সর্বোপরি সস্তায় বিদ্যুৎ পাওয়ার আশা আর সস্তা থাকবে নাহ- (প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে সরকারকে ব্যয় করতে হবে ৮ দশমিক ৮৫ টাকা) রামপাল নিয়ে আসলে সরকারী দল ও দলের কর্মী ও সমর্থকদের মধ্যেও একটা দ্বিমত আছে এবং এটা অস্বীকার করার জো আসলে নেই। প্রধান বিরোধী দলের কাছ থেকে এই ব্যাপারে কোন প্রতিবাদ প্রত্যাশাও করি নাহ- কারন উহারা কিভাবে নির্বাচন হইলে ক্ষমতায় যাওয়া যায় সেই পন্থা নির্ধারনে আক্ষরিক অর্থেই ব্যাস্ত। আর জনবিচ্ছিন বাম শক্তি লং মার্চ করে আসলে কতটুকু কি করতে পারবে সেই ব্যাপারেও আসলে আস্থা পাচ্ছি নাহ। বাস্তব অর্থে সুন্দরবন একটি বিশ্ব সম্পদ, আমাদের দূর্যোগের আশ্রয় দাতা। ।

আর বিদ্যুৎ কেন্দ্রও যেহেতু দরকার এবং খরচও আসলে বেড়ে যাচ্ছে তাই বিদ্যুৎকেন্দ্র অন্য কোথাও হোক। রামপালে নয়। জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।