আমাদের কথা খুঁজে নিন

   

রামপাল: অর্থনৈতিক দিক !

যোদ্ধা

বাংলাদেশের পিডিবি এবং ভারতের এনটিপিসি মিলায়ে একটা যৌথ ফার্ম গঠন করেছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য। যার নাম Bangladesh-India Friendship Power Company (Pvt) Limited (BIFPCL), ব্যাবসায় তাদের উভয়ের শেয়ার সমান ৫০:৫০ করে। এখানে পিডিবি ২৫ বছর ধরে ঐ যৌথ ফার্ম থেকে বিদ্যুৎ কিনতে পারবে। ২০১২ সালের ২৯ শে জানুয়ারী দুইটা কোম্পানির মধ্যের সেই চুক্তি আসলে তাদেরকে একটা প্লাটফর্মে দাড় করিয়েছে এবং সমান অংশীদারের মাধ্যমে একটা কোম্পানি তৈরি করতে সাহায্য করেছে। According to the joint venture agreement signed between the two state-owned companies, the project would operate on an equity-debt ratio of 70:30. Seventy per cent of the fund will be managed from loan support, while 30 per cent is expected to come as equities to be equally shared by BPDB and NTPC. দুইটা কোম্পানির মধ্যে যে অর্থ আসবে তার ৩০% সরাসরি পিডিবি এবং এনটিপিসি তাদের ভাগের ১৫% করে দিবে।

বাঁকি ৭০% যৌথ কোম্পানি BIFPCL কে লোন হিসাবে নিতে হবে। Click This Link উপরের এই সহজ কথাটাকে বিপ্লবীরা প্যাচায়ে খিচুড়ি পাকায়ে ফেলতেছে। চলুন দেখি আসলেই কি আছে এখানে? ধরুন আবুল আর কাবুল চিন্তা করল যে তারা দুইজন ব্যাবসা করবে। অনেক চিন্তা করার পর তারা দেখল যে, যে ব্যাবসা তারা করতে চায় আসলে সেই ব্যাবসার জন্য তাদের মূলধন লাগে ২০ লাখ টাকা, তবে তাদের কাছে আসলে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা। মানে মোট অর্থের ৩০%।

এইবার তারা একটা কোম্পানি ফর্ম করলেন, সেই কোম্পানি নাম দিলেন "আঁকা এনটার প্রাইজ। " তাদের মধ্যে যে চুক্তি হয়েছে সেই হিসাবে "আঁকা এনটার প্রাইজ" এর প্রকৃত মূলধন হইল ২০ লাখ। সেখানে পার্টনার হিসাবে আবুল এবং কাবুল সমান অংশীদার হিসাবে দিয়েছে ১৫% করে নগদ অর্থ। বাঁকি ৭০% অর্থ এখন এই "আঁকা এনটার প্রাইজ" কে লোন হিসাবে নিতে পারবে। তবে সে এই লোন যে কারো কাছ থেকে নিতে পারবে।

সেই টাকা সে টাকলা নামের ব্যাংক অথবা চায়না নামক দেশের কাছ থেকেও নিতে পারবে। এখন যদি কোন কারণে লস হয় তবে সেইটা কার ঘারে যাবে? আবুলের ঘারে, কাবুলের ঘারে না আঁকার ঘারে? লসের বণ্টন কিভাবে হবে? আবার লাভ হইলে লাভের অংশ কিভাবে ভাগ হবে? এরপর কি আর কিছু বলার দরকার আছে ভাই সকল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।