আমাদের কথা খুঁজে নিন

   

নাপোলির হোঁচট, শীর্ষে রোমা

তবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রোমার জয়ের ধারা অব্যাহত রয়েছে। সাম্পদোরিয়াকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা।
এই জয়ের ফলে শীর্ষস্থান ধরে রেখেছে রোমা। পাঁচ ম্যাচের সবকটিতে জেতা রোমার পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে নাপোলি।


নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। ১৫ মিনিটে সুইস মিডফিল্ডার ব্লেরিম জেমাইলির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু পাঁচ মিনিট বাদেই দর্শকদের হতাশায় ডোবান সাসসুয়োলোর স্ট্রাইকার সিমোনে জাজা।
সাম্পদোরিয়ার মাঠ স্তাদিও কম্যুনালে রোমার পক্ষে গোল দুটি করেন ফরাসি ডিফেন্ডার মেহদি বেনাতিয়া ও আইভরি কোস্টের ফরোয়ার্ড জারভিনহো।
ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার আন্তোনিও বারিল্লা।


দিনের অন্যান্য ম্যাচে লাৎসিও ৩-২ গোলে কাতানিয়াকে ও পার্মা ৪-৩ গোলে আতালান্তাকে হারিয়েছে। তাছাড়া লিভোরনো ও ক্যালিয়ারির মধ্যকার খেলাটি ১-১ এবং তুরিনো ও হেলাস ভেরোনার খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।