আমাদের কথা খুঁজে নিন

   

জিতেও কপাল পুড়ল নাপোলির

জিতেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ল নাপোলি। শেষ মুহূর্তের গোলে মার্সেইকে ২-১ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। আর ইংলিশ দল আর্সেনালকে ২-০ গোলে হারিয়েও কপাল পুড়ল ন্যাপোলির। গ্রুপ পর্বের ম্যাচ শেষে ডর্টমুন্ড, আর্সেনাল ও নাপোলি সমান ১২ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে ডর্টমুন্ড গ্রুপ এফের চ্যাম্পিয়ন ও আর্সেনাল রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে। নাপোলির ঘরের মাঠে খেলা।

আর্সেনালের দরকার ছিল ড্র। অন্যদিকে ইতালির দলটির জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হয়েছে গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকেও। তাই নিজেরা জয় পেলেও অন্য ম্যাচে ডর্টমুন্ড জিতে যাওয়া বাদ পড়তে হলো তাদের। আর হেরেও পরের রাউন্ড নিশ্চিত হলো আর্সেনালের। এই নিয়ে টানা ১৪ বছর নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল আর্সেন ওয়েঙ্গারের দল।

তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লেও নাপোলি গ্রুপের তৃতীয় দল হিসেবে নতুন বছরে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে আর্সেনালের কোচ ওয়েঙ্গার বলেছেন, 'আমাদের প্রস্তুতি বেশ ভালো ছিল এবং ম্যাচটিকে আমরা বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা পিছিয়ে পড়েছিলাম। ন্যাপোলি বেশ ভালো খেলেছে। কিন্তু ম্যাচের শেষের দিকে আমরা ছন্দ ফিরে পাই।

কিন্তু কোনো লাভ হয়নি। তাছাড়া ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ন্যাপোলির আত্দবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। ' গত অক্টোবরে লন্ডনে আর্সেনালের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছিল ন্যাপোলি।

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.