আমাদের কথা খুঁজে নিন

   

নাপোলির টানা দ্বিতীয় হার, মিলানের ড্র

গত ম্যাচে জুভেন্টাসের মাঠে ৩-০ গোলে হেরেছিল নাপোলি। শনিবার রাতে ঘরের মাঠে পারমার কাছে একমাত্র গোলে হারে তারা।
নাপোলির মাঠ স্তাদিও সান পাওলোয় পারমা জয়ের নায়ক ফরোয়ার্ড আন্তোনিও কাসানিও। ৮১ মিনিটে ঘানার মিডফিল্ডার আফ্রিয়ে অ্যাকুয়াহর পাস থেকে গোলটি করেন তিনি।

লিগের আগের চার ম্যাচে জয়ের দেখা পাইনি এসি মিলান; দুটিতে হেরেছিল, অন্য দুটি ড্র।

তবে শনিবার রাতে সেরি আয় ২০০তম ম্যাচ খেলতে নেমে মিলানকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার কাকা। চতুর্থ মিনিটে নেদারল্যান্ডসের মিডফিল্ডার নাইজেল ডি জংয়ের পাস থেকে কাকার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
তবে পাঁচ মিনিট বাদেই ম্যাচে সমতা ফেরান জেনোয়ার ফরোয়ার্ড আলবার্তো গিলার্দিনো। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
৩৬ মিনিটে ডি বক্সের মাঝে স্বাগতিক স্ট্রাইকার মারিও বালোতেল্লিকে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন টমাস মানফ্রেদিনি, পেনাল্টি পায় মিলান।

কিন্তু লক্ষ্যভেদে ব্যর্থ হন বালোতোল্লি।
বাকি সময়ে আরো অনেক কয়েকটি সুযোগ পেলেও দশ জনের দলে পরিণত হওয়া জেনোয়ার জালে বল ঢোকাতে পারেনি মাস্সিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা।
১৩ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে নাপোলি। আর সমান খেলায় মাত্র ১৪ পয়েন্ট মিলানের।
দিনের অন্য ম্যাচে হেলাস ভেরোনাকে ১-০ গোলে হারিয়েছে শিয়েভো।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।