আমাদের কথা খুঁজে নিন

   

একজন বেশ্যা , আমি ও আমরা

আমি অতি সাধারন ধ্রুব। নিজেকে মানুষ ভাবতে ভালবাসি। ভালবাসি কবিতাকে। কবিতা মূলত আমার নেশা , পেশা ও প্রতিশোধ গ্রহনের হিরন্ময় হাতিয়ার। যেখানে অবলীলায় অবরুদ্ধ আমার বাস্তবতা, সেখানে উপাসনায় জাগ্রত সদাই আমার কবিতা।

বেঁচে থাকতে চাই একটি পরিপূর্ণ মানুষ হিসেবে। ভাল ফুল নিবেন ফুল? লাল ফুল, সাদা ফুল হরেক রকম ফুল। শিশুকাল টা তার এমনই ছিল। রংচটা, আধপেটা মর্মরে শৈশব। আস্তাকুরে জন্ম ছিল সাধারন বাস্তব।

নিঃশ্বাস ছিল ভারী ডাস্টবিনের দুর্গন্ধে, চেতনা ছিল দৃঢ় বেঁচে থাকার সংগ্রামে। পৃথিবী তাকে গ্রহন করেছিল অনাথের নামে, ভিক্ষার ঝুলি উপহার পেয়েছিল বীণা শ্রমে। চলছিল বেশ ফুলের সৌরভে কথিত জীবন, উৎকোচ হিসেবে পৃথিবী দিল রুপের আশ্চর্য প্লাবন। এভাবে নয়,সত্যি এভাবে ঠিক হয় না, বেঁচে থাকার সংগ্রামে পৃথিবী করল নতুন কিছু বায়না। কাজ চাই, পেটে ভাত চাই, চাই নির্মল শুদ্ধ জীবন, গার্মেন্টস আছে আছে ঘর বাড়ি, কারো নেই ওর প্রয়োজন।

শরীরে আসে জরা, টান পরে নড়বরে সুতোয়, প্রিয় বন্ধু রাস্তাও ধিক দিচ্ছে প্রতিনিয়তই। ত্রাতারুপী এক কেতাদুরস্ত দম্পত্তি, উদ্ধার করল ওকে দিল স্বীকৃতি। স্বীকৃতি ওর ছিল না, ছিল ওর দেহের, এক এক করে চুল থেকে নখের হোল বিচ্ছেদ। চাহিদার তালিকায় রইলো না আর নতুন জামা কাপড়, উম্মুক্ত বক্ষ হোল ওর বেঁচে থাকার রসদ। দানবরুপী মানুষ গুলো হানা দিল একে একে, শরীরটা শুধু মমি হয়ে ব্যাস্ত মনোরঞ্জনে।

অনাথ উপাধি মুছে দিয়ে পৃথিবী নতুন নাম দিল, বেশ্যা রমণী নামে ঘৃণিত নরকের পণ্য। কপোলে লাল টিপ, ঠোটে গাঢ় লিপিস্তিক, চোখে আছে গভীরতা, গভীরতায় মিশ্র আবেগ। বিছানায় ঝড় তোলা পরিপাটি মানুষ, সবার কাছে ওর প্রশ্ন সংসার কি স্বপ্ন ফানুস? এভাবেই চলছিল বেশ অজানা প্রশ্ন নিয়ে, হঠাৎ পেটে জন্ম হোল নতুন হৃদ স্পন্দনের। এক এক করে উত্তর গুলো থাকলো না অজানা, সংসার তো মানুষের ওর জন্য না। অমানুষ হয়ে মানুষ লালনে ওর ভীষণ আপত্তি, আরেক বেজন্মার জন্ম দেয়ার ঘোর বিরোধী।

দুষ্ট চিন্তা মাথায় আসলো নামলো অমানুষ বধে, এক দিন ওর লাশ ভেসে উঠলো বুড়িগঙ্গার বুকে। শেষ হোল মানুষের ভেলায় এক অমানুষের চিৎকার ওর কোন সৎকার হোল না, আছে ভয় অপবিত্র হবার। সাবাই জানে মৃত্যু হয়েছে এক পতিতার বাচ্চার, যে কিনা জানলই না কি তার অপরাধ! আমরা সমাজ। আমরা মানুষ, আমরাই পবিত্র, টাই মুখ লুকিয়ে রাতের আধারে হই ওদের শরণাপন্ন। ফুল বিক্রেতা পথ শিশুটি হাওয়ায় মিলিয়ে যায়, আমরা তাকে বেশ্যা বানিয়ে আমরাই ভুলে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.