আমাদের কথা খুঁজে নিন

   

কিন্ত আসছে ভারাক্রান্ত হিংস্র দিন

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। মানুষ তো এখনো মানুষ আছে কেনোনা তারা তো এখনো হিংস্র সিংহের মতোন শিকার কাড়া কাড়ি করেনা তারা তো ঘুষ খায়, চুরি করে, কিংবা ডাকাতি করে কিংবা প্রতারণার ফাঁদে ফেলে আত্মসাত করে কিছু অর্থ কিংবা সংগোপনে সিঁদকেটে হয়ে ছিঁচকে চোর আর না হয় দাগ খতিয়ান ভুল করে, হয় গুপ্তচর চতুর গোয়েন্দা। তবু এখনো মানুষের কাতারে নাম আছে তাদের।

কিন্ত আসছে ভারাক্রান্ত হিংস্র দিন পাগল কুকুরের মতোন মানুষ পাতের ভাত কেড়ে খাবে কিংবা মাংসের টোংরা নিয়ে ছেড়াছিড়ি করবে ছিয়াত্তরের মন্বন্তরের মতোন। মানুষ নিশ্চুপ ঘুমোতে পাররে না সাধের আবাসনে সেই দিন আসছে যদিনা জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত না হয় যদি পরিকল্পিত পরিবার না গড়ে ওঠে যদিনা মানুষ বুঝতে না শেখে ধর্ম ও জীবন বিজ্ঞান আর দর্শন পরস্পর পরিপূরক। হ্যাঁ সৃষ্টির সেরা জীব পশুদের সঙ্গম পরিত্যগ করো ফলাও সুফলা ধান, লাঙলের ফলা তুলে ছিটাও সজীব বীজ পরিচর্যায় মানুষের মতো মানুষ করে তোলো প্রতিটি ধান বাঁচাও মানব জাতির সম্মান। ১৫। ০১।

২০১৩ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.