আমাদের কথা খুঁজে নিন

   

ভেঙ্গে মোর ঘরের তালা, নিয়ে পালা, কে আমারে???

স্বপ্নের আকাশে খুঁজি আমার অধরা স্বপ্ন .......... আজ সন্ধ্যার পর লালবাগ কে.ডি.সি রোডের কফি হাউজে ব্লগার সজিব, মুরাদ ও মুশফিক উজ্বল সহ চা খেয়ে মেসে ফিরে দেখি রুমের বাহির দিক থেকে তালা দেওয়া। পকেট থেকে চাবি বের করে তালা খুলতে গেলাম কিন্তু কোনভাবেই তালা খুলতে পারলাম না। আমার রুমমেটও অনেক চেষ্টা করল, কিন্তু কোন লাভ হলো না। বাধ্য হয়ে অন্য এক রুমের ভিতর দিয়ে ছাদে উঠে ২টা রুম অতিক্রম করে নিজের রুমে ঢুকলাম হাতুর ও প্লাস বের করার জন্য। উল্লেখ্য, আমাদের মেস টিন শেডের ও নিচে বাঁশের ছাদ। কিন্তু মুশকিল হল, হাতুর-প্লাস কোন রকমে রুমের বাইরে দিতে পারলেও নিজে বন্দি হয়ে থাকলাম রুমের ভিতরে। আবার যদি ছাদের উপর দিয়ে বাইরে বের হই আর যদি তালা না খুলে তাহলে এই শীতের রাতে অবস্থা খারাপ হয়ে যাবে। সেই চিন্তায় আর কষ্ট করে রুমের বাইরে বের হলাম না। হাতুর, প্লাস আর হেচকো ব্লেড দিয়ে বাইরে থেকে রুমমেট তালা ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে। কিন্তু খুবই চিন্তায় পড়লাম, যদি রাতে টয়লেট চাপ দেয় তবে কি করব?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.