আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ আহত ১৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারের জনতা বাজারে আজ দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় এলাকাবাসীসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
এ সময় উভয়পক্ষ ৮- ১০টি বসতঘর ও একটি দোকানঘর ভাঙচুর চালিয়ে  লুটপাট করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  আহতরা হলেন, মনির হোসেন, আকবার হোসেন, আকতার হোসেন, স্থানীয় বাসিন্দা জুনু বেগম, বকুল আক্তার ও ছকিনা বেগমসহ ১৫ জন ।
 
পুলিশ ও এলাকাবাসী  জানায়, আলেকজান্ডার জনতা বাজার এলাকায় একটি মোবাইল ছুরিকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ কর্মী আব্দুর রহীমের সাথে ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল হান্নানের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীর পক্ষ নিয়ে যুবলীগ নেতা আক্তার হোসেন ও ছাত্রলীগ নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে ছাত্রদলের নেতা কর্মীদের ধাওয়া করে। পরে ছাত্রদল নেতা কর্মীরা হান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ কর্মীদের পাল্টা ধাওয়া করলে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন।

এ সময়  পাশ্ববর্তী রুহল আমিন কবিরাজ বাড়িতে হামলা চালিয়ে ১০টি বসতঘর ও জনতা বাজারে একটি দোকান ভাঙচুর করে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.