আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে হরতাল চলছে

স্বেছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুসহ দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবীতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবানে লক্ষীপুরের রামগতি ও কমল নগরে সকাল সন্ধ্যা ও অন্যান্য উপজেলায় আজ রবিবার আধাবেলা হরতাল চলছে।  তবে এর আগে জেলা বিএনপি ও সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ হরতালের পক্ষে বিপক্ষে ভিন্ন মত পোষন করায় বিভ্রান্তিতে পড়েন দলীয় নেতা কর্মীরা।

এদিকে হরতালের সমর্থনে জেলা সদরের মান্দারী, দালালবাজার, কমলনগরের তোরাবগঞ্জ বাজার, হাজিরহাট, রামগতির চর লরেঞ্চ, আলেকজান্ডার বাজারসহ রায়পুর,রামগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষপ্তিভাবে রাস্তায় টায়ার জ্বালিয়ে, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

এছাড়া বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে না গেলেও শহরে সিএনজি অটো রিক্সা,বাস-মিনিবাসসহ ছোটখাট যানবাহন চলাচল করতে দেখা যায়। এ দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু স্থানীয় সাংবাদিকদের জানান, জেএসসি ও জেডিসি পরিক্ষার্থীদের সুবিধার্থে হরতাল প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, জেলা বিএনপি প্রত্যাহার করলেও জেলা স্বেচ্ছা সেবকদল প্রত্যাহার করেনি হরতাল চলছে। দু'নেতার  এ ভিন্ন মতের কারণে একদিকে যেমন দলীয় নেতা কর্মীরা বিভ্রান্তিতে পড়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.