আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরের ৫টি বসতঘরে আজাদ বাহিনীর সন্ত্রাসী হামলা

চাঁদা না পেয়ে লক্ষ্মীপুরে আজ দুপুরে ৫টি বসত ঘরে হামলা চালিয়েছে স্থানীয় আজাদ বাহিনীর সন্ত্রাসীরা। একই সাথে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে সন্ত্রাসীরা এসব ঘর থেকে স্বর্ণালংকার, মালামাল লুট ও আসবাবপত্র ভাংচুর করে।

এসময় মাঈনুদ্দিন মোহন নামের একজনের ডান হাত কেটে দেয়াসহ ১৩ জনকে পিটিয়ে আহত করে তারা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের গোড়ারবাগ গ্রামের আব্দুল খালেক মোল্লা বাড়ীতে। গুরুত্বর আহত মোহনকে মুমূর্ষ অবস্থায় সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় আব্দুল খালেক মোল্লা বাড়ীর আবুল মিয়ার কাছে ২০ হাজার ও মানিক মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিলো আজাদ বাহিনীর সন্ত্রাসীরা। তা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আজাদ বাহিনীর আজাদ ও তার সহযোগী রেদওয়ানের নেতৃত্বে অস্ত্র সস্ত্র নিয়ে ৩০ /৩৫ জন সন্ত্রাসী মোল্লা বাড়ীতে ঢুকে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে আতংক সৃষ্টি করে। আবুল হোসেন, নুরনাহার, মোসলেম ও মানিকদের ঘরসহ ৫টি ঘরে ঢুকে লোকজনকে মারধর করে ব্যাপক ভাংচুর চালায় তারা। বাধা দিতে গেলে মোহনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, মারামারি হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি, ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.