আমাদের কথা খুঁজে নিন

   

একটি হারিয়ে যাওয়া চিঠি কিংবা একটি অভাগা ছেলের গল্প

মনে হয় পুরাই পাগল হয়ে গেসি [এই চিঠি টা আমি পেয়েছিআমার এক বন্ধুর কাছে। সে পায় তার আরেক বন্ধুর কাছে। কে জনে চিঠি টা কে লিখে বা কাকে লিখে। তবে ভাবলাম আপনাদের সাথে share করি। হয়তবা জার জন্য চিঠি টা লেখা সে এখানেই পড়ে নিল চিঠি টা] প্রিয় প্রাপক, আমি জানি না তুমি এই চিঠি টা পেয়ে কি করছ।

এও জানি না পেয়ে তুমি কি করবে কি হবে তোমার reaction.তুমি metal music এর ভক্ত না জেনেও তোমাকে breaking benjamin এর dear agony গান টা শুনতে বল্ব। জানি না কিভাবে তারা ঠিক আমার মনের কথাটা বলে ফেলে। তুমি ভাবছ এই ছোটো জিবনে আমার আবার অন্তর্বেদনা কিসের? হ্যাঁ আজ সেই কথাই বলতে তোমাকে লেখা। আমার বন্ধুর সংখ্যা খুব কম। শুভাকাঙ্ক্ষী আর কম।

তুমি তাদের মাঝে একজন হয়েও আমার জীবন এর বেশির ভাগ গল্পই তোমাকে বলা হয় নাই। হয়ত বলতে চাই নাই। আজ বলার জন্য এই চিঠি লেখা ভাবছ এই facebook আর email এর যুগে চিঠি কেন??? ভুলে গেছ তুমি আমাকে কিভাবে বলেছিলে যে তোমাকে কেউ কখনও চিঠি লেখে নি। তাই ভাবলাম তোমার সাথে শেশবার কথা বলার সময় তোমার জন্য special কিছু করতে পারলে ভালই হত। তোমার মনে আছে? আমরা সারাদিন কিভাবে একজন আরেকজন কে message করতাম? আর সারা রাত phone ে কথা বলতাম?বেশিরভাগ সময় তর্ক হত কে কাকে বেশি ভালবাসে।

আমি যদিও মুখে বলতাম আমি কিন্তু মনে মনে জানতাম তুমি বেশি ভালবাস্তে। কি সুন্দর ছিল আমাদের দিনগুলো। হথাত একদিন আমার কি হল কে জানে? তোমার সাথে break up করে বস্লাম। তার জবাব তুমি এখনও জান না। সেই জবাব দিতেই আমি আজ লিখছি জন্মের পর চোখ খুলতেই আমি দেখি এক বিদ্বেষ পূর্ণ প্রিথিবি।

জেখানে কেউ কাউকে ভালবাসে না। care করে না। বাবা মার ঝগড়া আর মা এর উপর বাবার torture করা দেখে বড় হয়েছি। তারপর যখন মুক্তি পেয়ে আমি আর মা বের হয়ে আসি মা বলেছিল, "চিন্তা করিস না বাবা,সব ঠিক হয়ে যাবে। " তারপর আমি পৃথিবী কে নতুন করে দেখতে শুরু করলাম।

দেখলাম আসলে ভালবাসা বলে কিছু একটা আছে। সুধু আমার জন্নই সেই জিনিসটা বরাদ্দ নেই। তাও কনভাবে সুখেই কাটাচ্ছিলাম দিঙ্গুলি। মুখে একটা plastic হাসি নিয়ে সবিকে আমি happy.যখন কোন কিছুতে আমাকে কষ্ট পেতে হত বলতাম i'm okay.সবাই ধরেই নিল এই ছেলেটার মধ্যে কোন feeings নাই। ওই ব্যাটা একটা cartoon.ওকে ইচ্ছামত জেভাবে খুশি hurt করা যাবে তারপর একসময় বয়স বারল।

বেশি না ১৭। তখন তোমার সাথে দেখা। কিভাবে জানি আপন হয়ে গেলা তারপরের part টুকু skip করি কারন তুমি জান তুমি যেখান থেকে জান না সেইতুকু বলি তুমি চলে জাওয়ার পর জীবনটা কিছুটা এলমেল হয়ে যায় না তোমার জন্য দেবদাস হয়ে নয় আশেপাশের পরিস্থিতিতে। career life টা পুরা ধ্বংস হয়ে যায় এর পর যত মানুষ জন ছিল আসে পাসে সবাই দূরে চলে জায়। বন্ধুরা একে েয়ে কথায় হারিএ যায় জানি না আর কাছের মানুষ গুলো কেউ care এ করে না।

আবার কেউ নিজেই helpless.আমাকে আর কি help করবে আবার কার কাছে আমি অদৃশ্য কালকে সকালে ঘুম থেকে উঠার জন্য কোন কারন দেখতে পাই না মাঝে মাঝে জীবনটা শেষ করে দিতে ইচ্ছা করে আল্লাহ কে বলি মুক্তি দাও তোমার কথা মনে পড়ে মাঝে মাঝে ভাল থেক্ক আমার জন্য দয়া কর পারলে একবার phone কর এই বিপরজস্ত জীবন থেকে মুক্তি চাই ] ইতি তোমার এক কালের সবচেয়ে প্রিয় মানুষ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.