আমাদের কথা খুঁজে নিন

   

পরিবারের সদস্য সাত বাঘ!

ব্রাজিলের অ্যারি বোরগেস আজ থেকে ৮ বছর আগে সার্কাস থেকে দুটি বাঘকে উদ্ধার করে নিজের বাড়িতে স্থান দিয়েছিলেন। তাদের পোষ মানিয়েছেন, বড় করেছেন। বাঘের পরিবারটি ক্রমেই বড় হতে থাকে। এখন অ্যারির পোষা বাঘের সংখ্যা সাত। ৭টি বাঘই পূর্ণবয়স্ক।

ব্রাজিলে বাঘের অস্তিত্ব বিপন্নপ্রায় হয়ে পড়ায় ৪৩ বছর বয়সী অ্যারি শঙ্কিত ছিলেন। বাঘের অস্তিত্ব সঙ্কটের সামনে দাঁড়িয়ে নিজ উদ্যোগে কিছু করার পরিকল্পনা করছিলেন। ডোরাকাটা এ হিংস্র প্রাণীটির জন্য তিনি গড়ে তুলেছেন মোটামুটি বড়সড় এক অভয়ারণ্য। বাড়ির পেছন দিকে যে জলাশয়টি রয়েছে, তাতে ওই পরিবারের সদস্যদের সঙ্গে বাঘগুলোও সাঁতার কাটে। তারাও মানব পরিবারের পুরদস্তুর সদস্য হয়ে গেছে।

অ্যারি অবশ্য স্বীকার করেন, প্রথম দিকে তার মেয়েদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। এর সঙ্গে যোগ করলেন, প্রাণীর কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা পেতে তাকে তা প্রাণভরে আগে দিতে হবে। তবেই তার প্রতিদান পাওয়া সম্ভব।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.