আমাদের কথা খুঁজে নিন

   

পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি

জন্মদিন কেমন কাটালেন?

এখন আর জন্মদিন। তেমন কোনো প্ল্যান ছিল না। তবে গতকাল আমি কোনো শুটিং রাখিনি। সারা দিন বাসায়ই সময় কাটাই। স্বামী এবং একমাত্র পুত্রসন্তান আদৃককে সময় দেই।

 

ছোটপর্দায় আপনাকে কম দেখা যাচ্ছে কেন?

'সংসার!' অর্থাৎ সাংসারিক ব্যস্ততার কারণে আমি অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছি। বেছে বেছে দু-একটি ধারাবাহিক নাটকে কাজ করছি মাত্র। একজন তারকা হওয়া সত্ত্বেও আর ১০টা বাঙালি নারীর মতো আমিও নিজ হাতে সংসার সামলাচ্ছি। এছাড়া আমার ছেলে আদৃককে স্কুলে আনানেওয়ার কাজটিও আমার করতে হয়। আদৃক এ বছর ধানমন্ডির একটি ইংলিশ মিডিয়াম স্কুলে কেজি ওয়ানে লেখাপড়া করছে।

 

আপনার অভিনীত ধারাবাহিকগুলো নিয়ে কিছু বলুন।

আমি যে কোনো ধরনের নাটকেই অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কিন্তু এখন আমি ধারাবাহিক নাটকের কাজকে প্রাধান্য দিচ্ছি। কারণ নির্দিষ্টসংখ্যক ধারাবাহিকে অভিনয় করলে শিডিউলের ধারাবাহিকতা রক্ষা করা যায়। কাজের চাপও কম থাকে।

তাছাড়া চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমার পরিচিত অধিকাংশ নির্মাতা এখন ধারাবাহিক নির্মাণ করছেন। ফলে তারা সেগুলোতে অভিনয়ের ব্যাপারে আমাকে অনুরোধ করে থাকেন। সে কারণে ধারাবাহিকটাকেই ধরে রাখছি। সাম্প্রতিক ধারাবাহিকগুলো হলো 'রংতুলি', 'যৈবতী কন্যা' ও 'এলেবেলে'।

 

অভিনয় জগতে কতদিন হলো।

তা প্রায় একযুগ তো হবেই। দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিলাম এ অভিনয় জগতে। ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকব অভিনয় করে যাব।

 

আপনার অভিনীত নাটকগুলো নিয়ে কিছু বলুন।

অনেক নাটকই আমার পছন্দের নাটক।

তার মধ্যে ঢাকা মানুষ, এবং আমি, অন্ধকারের ফুল, ঘরসংসার, মহুয়া, স্বপ্নভোগ, সোসাইটি, সাক্ষী কুটুম, অপেক্ষার বৃষ্টি এবং একটি গোল্ডফিশের অপমৃত্যু, মন তার সঙ্গিনী, জীবনের এই স্বাদ, কাচের মেয়ে, পাথর গলা স্রোত, আলোকনগর, অজানা সৈকত, ফৈজু কবিরাজ, স্বপ্ন বিলাসী মন, বুমেরাং, এখনো প্রতিদিন, সুসংবাদ, 'পলাতক সন্ত্রাসী', 'বলি বলি করে তো বলা হলো না', 'নিমগ্নতায় স্রোত', 'জল পড়ে পাতা নড়ে', 'সেই তুমি এই তুমি' ইত্যাদি।

 

বিজ্ঞাপনের কি খবর?

এরই মধ্যে বিভিন্ন টিভিতে আমার কিউট, স্টারশিপ মিল্ক, ইনডিজিট ওয়াশিং মেশিনসহ আরও বেশ কয়েকটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে।

* আলী আফতাব

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.