আমাদের কথা খুঁজে নিন

   

অনিন্দ্য নিষ্ঠুরতা

আমি আঁধারে হারিয়ে, সীমা না পেয়ে, স্তম্ভিত হয়ে থাকি পরে, আমার আধার ঘেরা জগতে

এতো টা পথ এসে... যদি টেনে ধরে আবারও সেই পিছুটান। যে সৃতি গুলো তুলে রেখেছি- নিষিদ্ধ স্মৃতির ভাণ্ডারে, যদি সে স্মৃতি রোমন্থন করতে হয়, যদি আবারও ফিরে যেতে হয়, সেই বিষাদ মাখা পথে - তবে কি পারবো ? নিজেকে বরাবরের মত- সামলে নিতে ? যেভাবে নিয়েছি বারংবার ? যদিও আজ নিষ্ঠুরতা আমার সাথি হচ্ছে না। আমি আজ বিমূর্ত নই। আজ আমার মৌনতা ভেঙ্গে- ঝরে পরছে তীব্র আর্তনাদ। যে আর্তনাদ এ কান চেপে ধরেছে- এক ঝাঁক স্বপ্ন পাখি।

তারা আজ বেশ ভীত। আমার কল্পরাজ্যের- ঘুমন্ত আগ্নেয়গিরি আজ গর্জে উঠেছে, উত্তপ্ত লাভা ভাসিয়ে নিচ্ছে সব, বিলীন হয়ে যাচ্ছে সবকিছু। বইছে তীব্র ধুলোমাখা বায়ু... ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে পুরো রাজ্য। ধ্বংস হচ্ছে অনিন্দ্য নিষ্ঠুরতায়। নিষ্ঠুর সে অনিন্দ্য নিষ্ঠুরতা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.