আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাই জাতির মেরুদন্ড তাহলে শিক্ষক কে কি বলা যায় .............

pore likh bo আগেই বলে রাখা ভাল এটা সঙ্কলিত....................। আমার বাবা, রসায়ন বিভাগের একজন সহকারী অধ্যাপক। খুব সাদামাটা ভাবে বলতে গেলে তিনি একজন শিক্ষক। কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের বিভিন্ন গ্যাস নিয়ে পড়িয়ে থাকেন। একটি ছাত্রকে হাতে কলমে শিখিয়ে বড় করেন কাঁদানে গ্যাসের মূল উপাদান ক্লোরোপিক্রিন (Cl3CNO2) এর রাসায়নিক গঠন।

আমাকেও শিখিযেছিলেন এভাবে, কিন্তু রাসায়নিক গঠন কারই বা এত মনে থাকে স্বভাবতই ভুলে গিয়েছি। সময়টা এখন থেকে ৬ বছর আগে। আজ ৬ বছর পর, আমি পড়াশুনা করছি চিকিৎসা বিজ্ঞান অনুষদে। বাবা এখনও ছাত্রদের পড়িয়ে যান ঐ একই জিনিস। আর আমি একটু বেশি জেনে গিয়ে জানি সেই ক্লোরোপিক্রিন নামক রাসায়নিক দ্রব্যটি চোখ জ্বালাপোড়ার কাজে ব্যবহৃত হয়।

সাধারনত কোন বিদ্রোহঘটিত মিছিল ছত্রভঙ্গ করতেই এটা ব্যবহৃত হয়। একই গোত্রের একটা নতুন সদস্য Pepper spray অথবা OC spray (Oleoresin Capsicum)। অনেকটা মরিচের ঝাজ দিয়ে তৈরি। এটি একটি ল্যাক্রিমেটরি এজেন্ট যেটা বন্য কুকুর এবং ভাল্লুকের হাত থেকে রক্ষা পেতে ব্যবহৃত হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা কর্নিয়াল নার্ভের ক্ষতিসাধন করে ব্যক্তিসাধারণকে অন্ধ করে দিতেও সক্ষম।

এখন আসতেছি একটু অন্য প্রসঙ্গে খবরের কাগজে আজকে দেখলাম এমপিওভুক্তির দাবীতে আন্দোলনরত শিক্ষদের উপর Pepper spray নিক্ষেপ করেছে দেশের পুলিশ বাহিনী। আমার দৃষ্টিকোণ থেকে পুলিশ তার দায়িত্ব পালন করেছে,গুরু দায়িত্ব ! আমার মত পুলিশও ভুলে গিয়েছিল তাকেও হয়তো একদিন তার কোন এক স্যার কাঁদানে গ্যাস অথবা মরিচ গ্যাসের রাসায়নিক গঠন হাতে কলমে শিখিয়েছিলেন। সত্যিই অভাগা আমাদের দেশের শিক্ষকরা যারা আমাদের ঠিকই শিখিয়ে থাকেন আর আমরা ভুলে যাই। দেশটা তো হীরক রাজার, আমরাই বা কি করব,বুলি আওরানো ছাড়া-"লেখাপড়া করে যে, অনাহারে মরে সে", "যায় যদি জাক প্রাণ, হীরকের রাজা ভগবান"। পুনচ্ছ : বাবার একজন ছাত্র, যিনি পুলিশ সুপার তার পরিবার নিয়ে এসেছিল গত অগাস্ট মাসে।

তার পরিবারে ৫ বছরের একটা ছেলে। কিছুদিন পর সে হয়তো স্কুলে যাবে। তৃতীয় শ্রেণীতে প্রবন্ধ অথবা অনুচ্ছেদ লিখবে “শিক্ষাগুরুর মর্যাদা”র উপর। অনুচ্ছেদটি এই শিক্ষক ওই শিক্ষকের হাত ঘুরে কোন এক ঝালমুড়ির দোকানদারের হাতে গিয়ে পৌছবে। শিক্ষাগুরুর মর্যাদাটুকু শেষ পর্যন্ত লেপ্টে থাকবে ঐ ঝাঁজালো মরিচে।

সাইয়েদুল আরেফিন সৈকত ইস্তানবুল,তুরস্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.