আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামের হুরী

মাঘের শীতে সুমন মিয়া গেলেন তিনি গ্রামের বাডী, নানান পিঠার স্বাদের মাজে দর্শন পেলেন গ্রামের হুরী। তেলের শিশির পুরো ফাইল মালিশ হোলও গায়ে, পারলে সুমন কেঁদেই ফেলে হামডে পড়ে পায়ে। তাতেও তার মন গলেনা নামটি যে তার শাহানা, সুযোগ পেলে কে ছাড়ে ভাই দেখাতে তার ক্ষমতা। প্রেম কি শুধুই এক পক্ষের ও দেবে না মোটেও মন? ডিজিটেলের এই যুগেতেও পড়ে আছে বৃন্দাবন। একার প্রেমে বোকাই মরে সারাজীবন কাদাই সাধ, ভাবছে বসে সুমন মিয়া প্রেম যেন এক বালির বাধ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।