আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ভোটার তালিকা চান সাবের

নাজমুল হাসান পাপন যখন তার প্যানেল পরিচিতি সভা করছিলেন, তখন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) চলছিল কাউন্সিলরদের আপত্তি ও শুনানি। ৭টি ক্লাব ও ৮টি জেলার কাউন্সিলরদের ওপর আপত্তি পড়েছে। আপত্তি ও শুনানির দিন এনএসসিতে উপস্থিত ছিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচনের তফসিল নিয়ে। প্রশ্ন করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের প্যানেলের পরিচিতি নিয়ে, 'চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে প্যানেল পরিচিতি হয় কী করে? এতেই প্রমাণ হয় বিসিবির অ্যাডহক কমিটি যেভাবে যা চাইছে, সেভাবেই করে দিচ্ছে নির্বাচন কমিশন।' গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি কাউন্সিলর চাইতে পারে না। কিন্তু বিসিবি সেটা চেয়েছে। এটা গঠনতন্ত্রে নেই বলে নতুন তফসিল ঘোষণা করতে বলেছেন বিসিবির সাবেক সভাপতি, 'আমি বলেছি এগুলো গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। এ ভোটার তালিকা অবৈধ। নির্বাচনী তফসিল স্থগিত করে ভোটার তালিকা করুন। এরপর তফসিল ঘোষণা করুন।'

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.