আমাদের কথা খুঁজে নিন

   

ভাগিনা বিড়ম্বনা

ভেঙে ভেঙে নিজেকে আবার গড়েছি । এইবার হয়তো থাকতে পারবো ।

আজকে বাসায়ে আসি দেখে বড় বোন এসে বললো ভাগ্নেকে স্কুল থেকে নিয়ে আসতে। মোটেও যাইতে ইচ্ছা করতেসিল না, কিন্তু না যাওয়ার কোন এক্সকিউস নাই, তাই যাইতে হইলো। যাওয়ার সময় আমার হাতে 'গার্ডিয়ান আইডি কার্ড' ধরায়ে দিলো, এটা ছাড়া নাকি পোলাপান দিবেনা আমার কাছে ! গেলাম তারপর স্কুলে।

ভিতরে ঢুকে বিল্ডিং গেটে দেখি একটা খারুস টাইপ মহিলা দাঁড়ানো। আমাকে দেখে জিজ্ঞেস করলো 'কাকে নিতে আসছেন ?' আমতা আমতা করে তাকে অই আইডি কার্ডটা দিলাম। সে ভিতরে গেলো আর ফিরে আসলো আমার ভাগ্নে কে নিয়ে। এরপর বললো, 'আপনি ওর কি হন ?' বললাম মামা হই। এরপর বলে, 'ওকে তো ওর মা নিতে আসে।

যাই হোক, ওর মাকে বলবেন ও আজকে ক্লাসে পানিশমেন্ট পেয়েছে, ওর ক্লাসের একটা মেয়ের স্কার্ট ধরে টান দেয়ায় মেয়েটা নালিশ দিসে তাই !' কথাটা শুনে হাহা করে হেসে দিলাম ! পরক্ষনেই বুঝলাম কাজটা ঠিক করিনাই, অই মহিলা দেখি বড় বড় চোখে আমার দিকে তাকায়ে আসে, পারলে আমাকেও তখন পানিশমেন্ট দেয় অবস্থা ! সিচুয়েশন বুঝে ভাগ্নেকে 'চলো চলো দেরি হয়ে যাচ্ছে' বলে তাড়াতাড়ি ঐ স্থান ত্যাগ করলাম। আমি আর এই স্কুলে কাউরে আনতে যাইতেসি না এটা সিউর !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.