আমাদের কথা খুঁজে নিন

   

চীনের প্রাচীনতম ও ঐতিহাসিক মসজিদ সমূহ.....। ( না দেখলে মিস)

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। ১. ক্যান্টন গ্রেট মসজিদ (৬৫০সাল) চীনা নাম হুয়াইশেং(Huaisheng) মসজিদ এটি বাতিঘর মসজিদ নামেও পরিচিত, এটি গুয়াংঝোর প্রধান মসজিদ. এর ইতিহাস অনেক প্রাচীন । মসজিদ টি অনেক বার পুনঃনির্মাণ করা হয়েছে, ঐতিহ্যবাহী এই মসজিদতি নির্মিত হয়েছে ১৩০০ বছর আগে ৬৫০সালে যা বিশ্বের প্রাচীনতম মসজিদ সমূহের একটি. এটা মহানবী মুহাম্মদ সাঃ এর চাচা সাদ ইবনে আবু অয়াক্কাস রাঃ নির্মাণ করেন। এই মসজিদ টি একটু অন্য রকমের এটা (চীনা কনটেক্সট) এ নির্মিত তা হল এর মিনার বৃত্তাকার শূন্যে একটি সরু ডগা দিয়ে হল ৩৬ মিটার লম্বা বাতিঘর হিসাবে ব্যাবহার করাহত। ২. গ্রেট মসজিদ শিয়ান (৭৪২ সাল) এটা বিশ্বের অন্যতম প্রাচীন এবং চীনের মধ্যে সবচেয়ে বিখ্যাত মসজি্দ এটি ৭৪২ সালে প্রতিষ্ঠিত হয়. এটি নির্মিত হয় সম্রাট মিং রাজবংশের হঙ্গিউ এর রাজত্বকালে এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান, এবং এখনও চীনা মুসলিমদের নামাজের জন্যে চালু আছে ।

এই মসজিদটি মধ্য প্রাচ্যের বা আরব দেশগুলোর অধিকাংশ মসজিদ থেকে ভিন্ন। এই মসজিদ অনেক আরবি ক্যালিওগ্রাফি এবং সজ্জা ছাড়া তার নির্মাণ শৈলী এবং স্থাপত্য সম্পূর্ণ চীনা ধারায় নির্মিত। ৩.নিউচি মসজিদ, বেইজিং (৯৯৬ সাল) এটি বেইজিং এর প্রাচীনতম মসজিদ. এটি ৯৯৬ সালে প্রথম নির্মিত, লিয়াও রাজবংশের সময় এবং সেইসাথে কাংশি সম্রাট (1661-1722) চিং রাজবংশের অধীনে পুনর্নির্মিত হয়। মসজিদ টি বেইজিং এর ১০ হাজার এর অধিক মুসলিম বসবাসকারী অঞ্চল এ অবস্থিত এবং তাদের জন্য এটি একটি আধ্যাত্মিক স্থান এবং এটা বেইজিং বৃহত্তম মসজিদ। এটি শুয়ানউ Xuanwu জেলায় অবস্থিত এটি বেইজিং এর মুসলিম অধ্যুষিত এলাকা।

মসজিদটি প্রায় ১০ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত। মসজিদ টি ইসলামী,হান চীনা সাংস্কৃতিক এবং স্থাপত্য সংক্রান্ত মিশ্রপ্রভাব প্রতিফলিত করে। বাইরে থেকে এর প্রথাগত স্থাপত্য চীনা প্রভাব দেখায় এবং অভ্যন্তরে ইসলামী ক্যালিওগ্রাফি এবং চীনা নকশা মিশ্রন আছে। প্রধান নামাজের হলটি ৬০০ বর্গ মিটার চওড়া। ৪/ ঈদ গাঁ মসজিদ, কাশগার (১৪৪২ সাল) এই মসজিদ টি চীনের শিঞ্জিয়ান উইগুর স্বায়ত্ত শাসিত অঞ্চলের কাশগার শহরে অবস্তিত।

এটা চীনের বৃহত্তম মসজিদ. প্রতি শুক্রবার, এটি প্রায় ১০ হাজার মুসুল্লী ভিতরে এবং ২০ হাজার মুসল্লী বাইরে নামাজ পরতে পারে। মসজিদটি সাকছিচ মির্জা ১৪৪২ সালে নির্মাণ করেন । ১৬,৮০০ বর্গ মিটার জায়গা জুড়ে মসজিদটির অবস্থান। আগের পর্ব চীনের অসাধারণ শহর সমূহ -১ চীনের অসাধারণ শহর সমূহ -২  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।