আমাদের কথা খুঁজে নিন

   

ডিএনএ পরীক্ষায় ঐশীর সম্পৃক্ততা

এসবি কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের হত্যাকাণ্ডস্থলে পাওয়া নমুনার ডিএনএ পরীক্ষায় তাদের মেয়ে ঐশী রহমানের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তবে ডিএনএ পরীক্ষায় ঐশীদের বাড়ির শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমী বা অন্য কারও সম্পৃক্ততার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বুধবার জানান, ঐশীর রক্তমাখা পোশাকে ও গহনায় ঐশী ও তার নিহত মা-বাবার ডিএনএ ছাড়া আর কোনো ব্যক্তির ডিএনএ পাওয়া যায়নি। ''

গত অাগস্টে সংঘটিত এই হত্যাকাণ্ডে ঐশীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ি পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, সে একাই তার বাবা-মাকে হত্যা করেছে। পরে তাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছিল এমন দাবি করে ঐশী জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন।

এরপর হত্যাকাণ্ডস্থলে পাওয়া নমুনার সঙ্গে মিল খুঁজতে ঐশীর কাছে পাওয়া গহনা ও ঐশীর ফেলে যাওয়া পোশাক থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। হত্যাকাণ্ডের পর ঐশীর ফেলে যাওয়া রক্তমাখা পোশাক পাওয়া গিয়েছিল তাদের চামেলীবাগের ফ্ল্যাটে। এছাড়া ঐশীকে আটকের সময় পাওয়া যায় গহনা, যা বাড়ি থেকে সে সরিয়েছিল বলে পুলিশ জানায়।

হত্যাকাণ্ডের পর ঐশীদের বাড়ির শিশু গৃহকর্মী খাদিজা খাতুন সুমীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দুই বন্ধু জনি ও রনিকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

মাসুদুর রহমান বলেন, ডিএনএ পরীক্ষায় রনি ও জনির সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে তারা প্ররোচনাকারী ও আশ্রয় দাতা হিসেবে হত্যাকাণ্ডে সম্পৃক্ত।  

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.