আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে মনোনয়নপত্র কিনলেন বিএনপির সাবে

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের বহুল আলোচিত বিএনপি ও জাতীয় পার্টির সাবেক এমপি ডা. রুস্তুম আলী ফরাজী এবারও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এনামুল হক। রুস্তুম আলী ফরাজী তার বর্তমান দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নির্বাচনে এলে তিনি সে দল থেকে প্রার্থী হবেন অন্যথায় স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। তবে মনোনয়ন ফরম সংগ্রহের ব্যাপারে রুস্তুম আলী ফরাজীর সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মনোনয়ন ফরম সংগ্রহের কথা অস্বীকার করেন। তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম আজমল হোসেন জানিয়েছেন, জনাব ফরাজীর পক্ষে গতকাল জনৈক এনামুল হক মনোনয়নপত্র কিনেছেন। তিনি আরও বলেন, কেউ তার পক্ষে ফরম কিনেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি এবার নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে দু-এক দিনের মধ্যে তিনি এ বিষয়ে জানাবেন। উল্লেখ্য, ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে রুস্তুম আলী ফরাজী জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে মঠবাড়িয়া থেকে নির্বাচিত হন। এর পর ১-১১-এর প্রেক্ষাপটে দলের মধ্যে সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হয়ে ২০০৮-এর নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। এর পর যোগ দেন জাতীয় পার্টিতে। এর কিছুদিন পর সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে। আওয়ামী লীগের নেতা এম নজরুল ইসলামও এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপি নেতা হাবলু মোল্লা বহিষ্কার : কুষ্টিয়া প্রতিনিধি জানান, দলীয় নির্দেশনা উপেক্ষা করে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদল সভাপতি নুরুজ্জামান হাবলু মোল্লাকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বেলা ১টায় উপজেলা বিএনপির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু ও সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ ১৮-দলীয় জোট যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক তখন দলীয় হাইকমান্ডের নির্দেশ অমান্য করে হাবলু মোল্লা বুধবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। উপজেলা বিএনপির জরুরি সভায় তাকে বিএনপির সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। সভায় উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.