আমাদের কথা খুঁজে নিন

   

‘অর্থের লোভ দেখিয়ে খসড়া রায় ফাঁস’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, রায়ের খসড়া ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাইবুনালের পরিচ্ছন্নতা কর্মী নয়ন আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
“জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর এক সহকারীর ফাঁদে পা দিয়ে এ কাজ করেছেন। এতে ট্রাইবুনালের এক কর্মচারী তাকে সহযোগিতা করেছেন। ”
ট্রাইব্যুনালের কর্মচারী ও আইনজীবী সহকারীর নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান এই গোয়েন্দা কর্মকর্তা।


গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ট্রাইবুনালের কম্পিউটার থেকে পিটিশনের তারিখ নিতে ফখরুল ইসলামের এক সহকারী নয়ন আলীকে একটি পেনড্রাইভ দেন। নয়ন তাকে সহযোগিতা করেন।
তবে পেনড্রাইভে পিটিশনের সময় ছাড়াও সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কম্পোজ করা কিছু অংশ চলে যায়।
এরপর আইনজীবীর ওই সহকারী নয়নকে রায়ের খসড়ার বাকি অংশ এনে দিতে চাপ দেয়। তা না দিলে রায়ের কম্পোজ করা অংশ নয়ন রায় ঘোষণার আগেই প্রকাশ করেছে বলে ট্রাইবুনাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ার হুমকি দেন তিনি।


অন্যদিকে রায়ের খসড়ার ওই অংশ এনে দিলে নয়নকে মোটা অঙ্কের বখশিস দেয়ার প্রতিশ্রুতি দেন আইনজীবীর ওই সহকারী।
মনিরুল ইসলাম বলেন, এরপর ট্রাইব্যুনালের এক কর্মচারীর সহযোগিতায় পেনড্রাইভে করে আইনজীবীর ওই সহকারীকে রায়ের খসড়ার অংশবিশেষ সরবরাহ করা হয় বলে নয়ন জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
“এভাবেই রায়ের কিছু অংশ প্রকাশিত হয়ে যায়। ”
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম জানান, নয়ন মাঝে মধ্যে ট্রাইবুনালে চিঠিপত্র লেখার কাজও করত।
মনিরুল ইসলাম বলেন, যারা রায়ের কম্পোজ করা কিছু অংশ সংগ্রহ করেছেন তারা দুই ধরনের অপরাধ করেছেন।

বিচারাধীন বিষয়ের তথ্য গোপনে সংগ্রহ করা এবং রায় ঘোষণার আগেই তা প্রকাশ করে তারা অপরাধ করেছেন।     
পুলিশ নাম প্রকাশ না করলেও পুলিশের গণমাধ্যম কার‌্যালয়ে নয়ন আলী সাংবাদিকদের বলেন, আইনজীবী ফখরুল ইসলামের সহকারী মেহেদী হাসান তাকে দিয়ে রায়ের খসড়ার কম্পোজ করা কিছু অংশ সংগ্রহ করেছেন। আর খসড়াটি সংগ্রহ করতে ট্রাইব্যুনালের কর্মচারী ফারুক মেহেদী সহযোগিতা করেছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সালাহউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ঘোষণা করা হয়। কিন্তু তার আগেই ইন্টারনেটে ওই রায় পাওয়া গেছে বলে সালাউদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।


পরদিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ এ ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করেন। তারপর ঘটনার তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে আইনজীবী ফখরুল ইসলামের কার্যালয় থেকে দুটি কম্পিউটারসহ কিছু জিনিসপত্র জব্দ করেছে পুলিশ।
রায়ের খসড়ার অংশবিশেষ ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে নয়ন আলীসহ তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.