আমাদের কথা খুঁজে নিন

   

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণা

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার চারটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। ফেসবুকে শনিবারই প্রথম প্রার্থী হিসেবে চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মনোনীত করে চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল বিকালে সংবাদ সম্মেলন করে তৃণমূলের বাকি প্রার্থীদের নাম ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। দ্বিতীয় প্রার্থী হিসেবে বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরীর নাম ঘোষণা করেন। একইসঙ্গে তৃতীয় প্রার্থী হিসেবে রাজ্যসভারই বর্তমান সাংসদ কে ডি সিং এবং চতুর্থ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে 'কলম' সম্পাদক আহমেদ হাসানের (ইমরান) নাম। মুঠোফোনে যোগেন চৌধুরী বলেন, তৃণমূলের এ প্রস্তাব তিনি গ্রহণ করেছেন এবং খুব ভালো লাগছে। বর্তমান রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে, আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করব উন্নয়নের সেই ধারাকে বজায় রাখতে। তার মতে, এর আগেও শচীন টেন্ডুলকার, জয়া ভারতী, রেখা গণেশনের মতো অরাজনৈতিক ব্যক্তিদের লোকসভার সদস্য করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.