আমাদের কথা খুঁজে নিন

   

পেলের জীবন নিয়ে চলচ্চিত্র!

আমি একজন ছাএ
ফুটবল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে হলিউডে। পেলে মাত্র ১৭ বছর বয়সেই কিভাবে ফুটবল বিশ্ব জয় করেন, এই কাহিনী নিয়ে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরো তে ‘পেলে’ নামেই ছবি নির্মান করতে যাচ্ছে সেইনে পিকচার। এই ছবিটি প্রযোজনা করছে ইমাজাইন এন্টারটেইনমেন্ট। ১৯৫৮ সালের বিশ্বকাপে একজন উদীয়মান তারকা হিসেবে সুইডেনে পা রেখে কিভাবে পেলে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেন এবং পরে ১৯৭০ সালে তারকাখচিত বিশ্বকাপে আবারো ব্রাজিলকে বিশ্বসেরার মর্যাদায় অধিষ্ঠিত করার চমকপ্রদ কাহিনী নিয়েই এই ছবি নির্মিত হচ্ছে। একইসঙ্গে পেলের শৈশব এবং কৈশোরের সংগ্রামী জীবনও এই ছবিতে থাকবে।

ব্রাজিলের সঙ্গীত শিল্পী সিউ জর্জ, মেক্সিকান অভিনেতা দিয়েগো বনেটা এবং আয়ারল্যান্ডের সুপারস্টার কম মিনি এই ছবিতে অভিনয় করছেন। মাইকেল এবং জেফ জিমবালিস্ট ভ্রাতৃদ্বয় এই ছবির কাহিনীকার এবং পরিচালক। ব্রাজিলের কেভিন ডি পলা এবং লিওনার্দো লিমা কারভালহো যথাক্রমে ১৩ ও ১৭ বছর বয়সের পেলের চরিত্রে অভিনয় করবেন। গত সোমবার থেকে রিও ডি জেনেইরোতে এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের একটি দ্ররিদ্র পরিবারে জম্ম নেয়া পেলে পরবর্তীতে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের মর্যাদা পান।

২০০০ সালে ফিফা তাকে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি হিসেবে ঘোষণা করে আর তার এক বছর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি(আইওসি) তাকে শতাব্দির সেরা অ্যাথলেট হিসেবে নির্বাজিত করে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।