আমাদের কথা খুঁজে নিন

   

"জাদুঘরে ফিরে যান" পেলের উদ্দেশ্যে ম্যারাডোনা



সূত্রঃ বিডিস্পোর্টসনিউজডটকম দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিপক্ষের আজকের ম্যাচের আগের সংবাদ সম্মেলন, অধীর আগ্রহে অপেক্ষা করছিল মিডিয়া। আর্জেন্টিনা আর ফুটবল দেবতা ম্যারাডোনা’কে নিয়ে এমনিতেই আগ্রহের কমতি নেই বিশ্ব মিডিয়ার। তবে এবারের অপেক্ষায় বাড়তি একটা আগ্রহও ছিল, পেলের সমালোচনার জবাবে ম্যারাডোনা কি বলেন তা জানতে মুখিয়ে ছিলো গোটা ফুটবল বিশ্ব। খেলার বাইরের ঘটনাতেও সুপার স্টার ম্যারাডোনা। রাগারাগি, কটুকথার লড়াই আর কাউকে ছেড়ে কথা না বলার কারণে একি সাথে বিখ্যাত আর কুখ্যাত আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই আর্জেন্টাইন।

পেলের বিরুদ্ধে তিনি যে রাগে ফেটে পরবেন সেই আশঙ্কাতেই ছিলেন সাংবাদিকরা। তবে তিনি খানিকটা হতাশই করেছেন সাংবাদিকদের। ম্যারাডোনাসূলভ কটুকথার ঝর ছিল না তার জবাবে। তবে তাই বলে একেবারে ছেড়ে কথা বলেন নি। ম্যারাডোনার পেছনে না লেগে এবং বিশ্বফুটবল নিয়ে মাথা না ঘামিয়ে বরং “জাদুঘরে ফিরে যাওয়ার” পরামর্শ দিয়েছেন তিনি পেলেকে।

উল্লেখ্য, এর আগে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান মহাতারকা পেলে দাবি করেছিলেন যে, ম্যারাডোনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়াতেই তিনি কোচের দায়িত্ব নিয়েছেন, শুধুমাত্র টাকার জন্যই কোচ হয়েছেন তিনি। শুধু পেলেকেই নয়, সাবেক ফ্রেঞ্চ তারকা এবং বর্তমান উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকেও নিলেন এক হাত। প্লাতিনি তার কোচিংএর সমালোচনা করেছিলেন। প্লাতিনির সাথে তার সম্পর্কের দূরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “প্লাতিনি নিজেকে সবার চেয়ে সেরা মনে করে”। তবে সমালোচনার জবাবে সমালোচনার বাইরেও একেবারে নিখাদ ফুটবল নিয়েও আলোচনা করেছেন তিনি।

এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচগুলোতে গোল খড়া’কে সাময়িক বলে তিনি দাবি করেন। কারণ হিসাবে তিনি বলেন প্রথম ম্যাচগুলোতে দলগুলো একটু বেশিই সতর্কতা অবলম্বন করছে। সেই সাথে আরেক কারণ হিসাবে উল্লেখ করেন এ বিশ্বকাপের অন্যতম আলোচিত ইস্যু, এডিডাসের জাবুলানি বলের কথা। তিনি বলেন, “এবং আরেকটা কারণ ঐ বল। আমি এই বল নিয়ে বেশি কথা বলতে চাইনা, কারণ সবাই এটা নিয়ে অনেক কথা এরি মধ্যে বলে ফেলেছে”।

তবে ম্যারাডোনাসূলভ বক্তব্যে বল নিয়ে কথা বলাতেও তিনি টেনে এনেছেন পেলে এবং প্লাতিনিকে। “আমি পেলে আর প্লাতিনিকে এই বলটা নিয়ে খেলতে আহবান করছি, তারা আরেকবার ভালো করে দেখুক এই বলটা ভালো না কি খারাপ, আর আমার ব্যাপারে কটু কথা কলা বন্ধু করুক”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.