আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় দাবার শিরোপা রাকিবের

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত শেষ রাউন্ডে আনসারের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারানোয় দ্বিতীয় বারের মতো জাতীয় দাবার শিরোপা নিশ্চিত হয়ে যায় তার। ১৩ ম্যাচে ৯টি জয় ও চারটি ড্র করা রাকিবের সংগ্রহ ১১ পয়েন্ট। ২০০৭ সালে জাতীয় দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ড মাস্টার নর্ম পেয়েছিলেন রাকিব। ২০০৮ সালে অংশ নিলেও ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এই প্রতিযোগিতায় খেলেননি। তবে পাঁচ বছর পর ফিরেই তিনি চ্যাম্পিয়ন।

শিরোপা জিতে অভিভূত রাকিব বলেন, “যে কোনো টুর্নামেন্টের শিরোপা জিতলে ভালো লাগে। এখানে সাফল্য পেয়েও তেমনই লাগছে। আমার প্রস্তুতি তেমন ভালো ছিল না। অন্যদের ব্যর্থতাই বোধহয় আমাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। ” রানার্স-আপ হয়েছেন মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান।

শেষ রাউন্ডে তিতাস ক্লাবের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের বিপক্ষে ওয়াক ওভার পাওয়া জিয়ার পয়েন্ট সাড়ে ১০। জিয়ার ওয়াক ওভার প্রাপ্তি রাকিবকে জয়ের জন্য একটু বেশিই উদ্বুদ্ধ করে। এ প্রসঙ্গে রাকিব বলেন, “জিয়া ভাই ওয়াকওভার পাওয়ায় আমি জয়ের জন্য মরিয়া হয়ে উঠি। কারণ ড্র করলে আমাকে প্লে-অফ ম্যাচ খেলতে হতো। তা এড়াতেই জয়ের জন্য খেলেছি।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.