আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুর বাগেরহাটে সাইকেল শোভাযাত্রা

শুক্রবার সকালে পিরোজপুর থেকে বাগেরহাট আর গতকাল শনিবার বাগেরহাট শহর থেকে ষাটগম্বুজ মসজিদ পর্যন্ত সাইকেল শোভাযাত্রায় অংশ নিলেন প্রায় ৫০ জন তরুণ। এ শোভাযাত্রার নেতৃত্ব দেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম। সাইকেল শোভাযাত্রার উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে জনগণের মধ্যে সচেতনতা তৈরি। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প এর আয়োজন করে।
শুক্রবার সকালে পিরোজপুর সার্কিট হাউস মাঠে এই শোভাযাত্রার উদ্বোধন করেন পিরোজপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাদিক তানভীর।

অনুষ্ঠানে আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম ও মুসা ইব্রাহীম বক্তব্য দেন। গতকাল বাগেরহাটে দ্বিতীয় দিনের শোভাযাত্রা শুরু হয়। এ সময় আমাদের গ্রামের নির্বাহী পরিষদের সদস্য শেখ আবদুল জলিলের পরিচালনায় এতে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় ও ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান। এ আয়োজনে সাইকেল চালান এভারেস্ট একাডেমি, মিরপুর রাইডার্স ও বাগেরহাটের তরুণেরা।
আমাদের গ্রাম স্বাস্থ্যসেবা বিশেষ করে স্তন ক্যানসার নিরীক্ষা ও চিকিৎসায় তথ্যপ্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ করে যাচ্ছে।

এ জন্য টেলিমেডিসিনের পাশাপাশি মোবাইল ফোনের বিশেষ অ্যাপ বানানো হয়েছে। —নিজস্ব প্রতিবেদক

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.