আমাদের কথা খুঁজে নিন

   

আসছে ডেল’এর ভেন্যু ট্যাব! Dell’s Venu Tab!


খুব শিগ্রই বাজারে আসছে ডেল’এর ভেন্যু নামে নতুন একটি সিরিজে চারটি মডেলের ট্যাবলেট কম্পিউটার। গত ২ অক্টোবর ডেল’এর কতৃপক্ষ ‘ভেন্যু’ ট্যাব বাজারে আনার ঘোষনা দিয়েছেন।
জানা গেছে, চারটি ট্যাবলেটের মধ্যে দুটি অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাব ও দুটি উইন্ডোজনির্ভর ট্যাব। সাত ও আট ইঞ্চি মাপের অ্যান্ড্রয়েডনির্ভর দুটি ‘ভেন্যু’ ট্যাবের মডেলের পাশাপাশি ‘ভেন্যু ৮ প্রো’ ও ‘ভেন্যু ১১ প্রো’ নামের দুটি উইন্ডোজনির্ভর ট্যাবের ঘোষণা দিয়েছে ডেল।
এ প্রসঙ্গে ডেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি মডেলের ট্যাবলেটে ইনটেলের দ্রুতগতির ‘বে ট্রেইল’ চিপ ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ট্যাবগুলোতে উচ্চ রেজুলেশনের আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন রয়েছে। এর ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে। অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেট দুটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার ও ১৭৯ মার্কিন ডলার।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.